শিরোনাম
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিলেটের তিনে তিন

টানা তিন জয়। বিপিএলে হ্যাটট্রিক জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। সিলেটের জার্সি গায়ে দারুণ খেলছেন তৌহিদ হৃদয়রা

ক্রীড়া প্রতিবেদক

সিলেটের তিনে তিন

ছবি : রোহেত রাজীব

টানা তিন জয়। বিপিএলে হ্যাটট্রিক জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। সিলেটের জার্সি গায়ে দারুণ খেলছেন তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আমিররা। মাশরাফির নেতৃত্বে দুরন্ত গতিতে ছুটতে থাকা সিলেট আজ টানা চতুর্থ ম্যাচ খেলবে। ঢাকা ডমিনেটরের বিপক্ষে খেলতে নামবে হ্যাটট্রিক জয়ের প্রবল আত্মবিশ্বাস নিয়ে। সিলেট-ঢাকা ম্যাচ দিয়েই শেষ হচ্ছে ঢাকা পর্বের প্রথম ধাপ। গতকাল ব্যাটিং ও বোলিংয়ে কুমিল্লাকে পাত্তাই দেয়নি সিলেট। ১৪ বল হাতে রেখে তুলে নেয় ৫ উইকেটের জয়। সিলেটকে জয় উপহার দেন তওহিদ হৃদয় দুরন্ত ব্যাটিংয়ে। ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে সিলেটকে জয় উপহার দেওয়া তওহিদ ম্যাচ সেরাও হয়েছেন। আগের ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন তওহিদ।    

টার্গেট ১৫০ রান। ওভার প্রতি স্ট্রাইক রেট ৭.৫০। টি-২০ ক্রিকেটে আহামরি নয়। তারপরও মিরপুরের উইকেটে প্রথম ম্যাচে স্ট্রোক খেলতে কষ্ট করতে হয় ব্যাটারদের। সেই বিবেচনায় ১৫০ রান কিন্তু কম নয়! তবে দিনভর সূর্যের আলো থাকায় উইকেটে ময়েশ্চার কম ছিল। তাই ব্যাটাররা সাবলীল ব্যাটিং করেছেন। ১৫০ রানের টার্গেটে ১২ রানে সাজঘরে ফেরেন সিলেটের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিস। এরপর নাজমুল শান্তকে নিয়ে তওহিদ হৃদয় ৩১ বলে ৪৩ রান যোগ করেন। শান্ত সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৯ রানে। তওহিদ আসরের টানা দ্বিতীয় হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। ম্যাচ জেতানো ৫৬ রানের ইনিংস খেলেন ৩৭ বলে ৩ চার ও ৪ ছক্কায়। দ্বিতীয় ওভারে মাঠে নেমে মুখোমুখির প্রথম বলে ছক্কা মারেন। এরপর থেকে সাবলীল স্ট্রোক খেলতে থাকেন তিনি। তওহিদ ছাড়াও সিলেটের হয়ে ধারাবাহিক ব্যাটিং করছেন মুশফিকুর রহিম, নাজমুল শান্তরা। মুশফিক ২৫ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তরুণ জাকির হাসান ছিলেন একটু বেশি আক্রমণাত্মক। ১০ বলে ১ চার ও ২ ছক্কায় ২০ রান করেন।

এর আগে টস হেরে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে কুমিল্লা। বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা প্রথম ম্যাচেও হেরেছিল। গতকাল জয়ে ফেরার ম্যাচটিতে পেরে উঠেন ইমরুলরা। লিটন দাস, ডেভিড মালান,  মোহাম্মদ নবী, জাকেরদের নিয়ে ইমরুল বাহিনী খুব বাজে ব্যাটিং করেনি। লিটন ৮ রান করেন। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ক্রিকেটার মালান ৩৭ রান করেন ৩৯ বলে ৩ চারে। সৈকত আলি ২০ রান করেন ১২ বলে ৪ চারে। তবে দলকে একাই টেনে নিয়ে যান তরুণ জাকের আলি। ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ৪৩ বলে ২ চার ও ৩ ছক্কায়। আবার ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক সৈকত ও মোহাম্মদ নবি। ধারাবাহিকতা ধরে রেখে গতকালও দারুণ বোলিং করেছেন সিলেটের অধিনায়ক মাশরাফি। ৪ ওভারের স্পেলে ৩২ রানের খরচে নেন ১ উইকেট। তবে দারুণ বোলিং করছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির। ৪ ওভারের স্পেলে ২২ রানের খরচে নেন ২ উইকেট। ডট বল নিয়েছেন ১০টি। লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা ২৬ রানের খরচে নেন ২ উইকেট।   

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৪৯/৬, ২০ ওভার (লিটন দাস ৮, ডেবিড মালান ৩৭, মোসাদ্দেক আলি ২০, ইমরুল কায়েস ২, জাকের আলি ৫৭*, মোসাদ্দেক সৈকত ৫, মোহাম্মদ নবি ৮, আবু হায়দার রনি ৭*। থিসারা পেরেরা ৪-০-২৬-২, মোহাম্মদ আমির ৪-০-২২-২, মাশরাফি মর্তুজা ৪-০-৩২-১, ইমাদ হোসেন ৪-০-২৯-১, রেজাউর রাজা ৪-০-৩৯-০)।

 

সিলেট স্ট্রাইকার্স

১৫০/৫, ১৭.৪ ওভারে (নাজমুল শান্ত ১৯, মোহাম্মদ হারিস ৯, তওহিদ হৃদয় ৫৬, জাকির হাসান ২০, মুশফিকুর রহিম ২৮*, থিসারা পেরেরা ৮, আকবর আলি ৬*। ফজল হক ফারুকি ৩.৪-০-২৮-০, আবু হায়দার রনি ২-০-২৫-০, মোহাম্মদ নবি ৪-০-২৮-২, মুস্তাফিজুর রহমান ৩-০-২৫-০, খুশদিল শাহ ৪-০-২৯-২, মোসাদ্দেক সৈকত ১-০-১৪-০)।

 

ফল

সিলেট স্ট্রাইকার্স ৫ উইকেটে জয়ী।

 

ম্যাচ সেরা

তৌহিদ হৃদয়   

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর