শিরোনাম
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রংপুর রাইডার্সের সামনে সাকিবের বরিশাল

আজ দিনের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানের রংপুরের প্রতিপক্ষ মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানের ফরচুন বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

রংপুর রাইডার্সের সামনে সাকিবের বরিশাল

শুক্রবার মাঠে গড়িয়েছে বিপিএল। ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। প্লে অফের ম্যাচ ৩টি মিরপুরে। এছাড়া গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর ছাড়াও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আজ দুপুর দেড়টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে ঢাকা ডমিনেটর। এই দুটি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ঢাকার প্রথম পর্ব। ১৩ জানুয়ারি চট্টগ্রামের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল এবং সন্ধ্যা ৭টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

আজ দিনের প্রথম ম্যাচে নুরুল হাসান সোহানের রংপুরের প্রতিপক্ষ মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। দুই দলের এটা দ্বিতীয় ম্যাচ। সোহান বাহিনী নামবে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। বরিশাল খেলবে বড় স্কোর গড়ের হারের তিক্ত স্বাদ নিয়ে। রংপুর প্রথম ম্যাচে ৩৪ রানে হারিয়েছে বিপিএলের সবচেয়ে সফল দল ও গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। প্রথমে ব্যাট করে রংপুরের সংগ্রহ ছিল ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান। জবাবে কুমিল্লা অলআউট হয় ১৪২ রানে। রংপুরের ওপেনার রনি তালুকদার বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন কুমিল্লার বিপক্ষে। ৩১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন। ১৯ বলে তার করা হাফসেঞ্চুরিটি বিপিএলের দ্রুততম। আসরে টানা চতুর্থ ম্যাচ খেলতে নামবে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বাহিনীর নাসির হোসেনের ঢাকা ডমিনেটর। মাশরাফি বাহিনী নামছে টানা তিন জয়ের প্রবল আত্মবিশ্বাস নিয়ে। ঢাকা খেলবে আজ দ্বিতীয় ম্যাচ। নাসিরের অলরাউন্ডিং পারফরম্যান্সে ঢাকা খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা। সিলেট টানা তিন ম্যাচে প্রতিপক্ষ দলগুলোকে পাত্তাই দেয়নি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮৯ রানে আটকে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচে মাশরাফি বাহিনীর কাছে পাত্তাই পায়নি সাকিবের বরিশাল। যদিও ম্যাচটিতে সাকিব মেজাজী ব্যাটিং করেন। ৬৭ রানের ইনিংসটি খেলেছিলেন ৩২ বলে। সিলেট ওই রান টপকে যায় তওহিদ হৃদয়ের ৫৫ রানে ভর করে। গতকাল কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট। কুমিল্লার ৬ উইকেটে ১৪৯ রান টপকে যায় সিলেট। কুমিল্লার বড় তারকা লিটন দাস ৮ রান করেন মাত্র ৪ বলে ২ চারে। বিশ্বচ্যাম্পিযন ইংল্যান্ডের ডেভিড মালান ৩৭ রান করেন ৩৯ বলে। জাকের আলি ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় সিলেট। টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হন তওহিদ হৃদয় ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলে।

সর্বশেষ খবর