সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভারতের সবচেয়ে বড় জয়

ক্রীড়া ডেস্ক

ভারতের সবচেয়ে বড় জয়

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ভারত নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৭ রানের জয় পেয়েছে। আগের বড় জয় ছিল বারমুডার বিপক্ষে ছিল ২৫৭ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে আগের বড় জয় ছিল ১৮৩ রানে।

চলতি বছরে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এ নিয়ে গত ৪ ম্যাচে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ২০১৯ সালের ১৪ আগস্ট থেকে ২০২২ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত কোহলি ছিলেন সেঞ্চুরি শূন্য। যদিও ২৬ মাসে ১০টি হাফসেঞ্চুরি করেছেন।  অবশেষে গত বছর ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে তিন অংকের জাদুকরি ইনিংস খেলেন। নতুন বছর ২০২৩ সাল শুরু করেন ফের সেঞ্চুরিতে। গৌহাটিতে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে। যদিও ইডেন গার্ডেনে ব্যর্থ হন দুই অংকের রান করতে। গতকাল থিলুভানান্থাপুরামে খেলেছেন সেঞ্চুরির ইনিংস। ১১০ বলে ১৬৬ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত ছিলেন কোহলি। ইনিংসটিতে রয়েছে ১৩ চার ও ৮টি ছক্কা। ২৬৮ ওয়ানডে ক্যারিয়ারের ২৫৯ ইনিংসে এটা তার ৪৬তম সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি ৪৯টি। কোহলি ও গিলের জোড়া সেঞ্চুরিতে ভারত করেছিল ৩৯০ রান। জবাবে ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর