বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শুবমান গিল ২০৮

ক্রীড়া প্রতিবেদক

শুবমান গিল ২০৮

৪৮ নম্বর ওভারের প্রথম তিন বলে টানা ছক্কা মেরে ১৮২ থেকে মুুহূর্তে ২০০ রানের বর্ণিল মাইলফলক গড়েন শুবমান গিল। গিল মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সেঞ্চুরি করেছেন দুটি। রবিবার থিরুভানানথাপুরামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১১৬ রানের ইনিংস। গতকাল হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ২০৮ রানের নান্দনিক এক ইনিংস। যা তার ১৯ ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি এবং প্রথম ডাবল সেঞ্চুরি। ৪৫০৭ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটা ১০ নম্বর ডাবল সেঞ্চুরি। গিল ২০৮ রানের ইনিংসটি খেলেন ১৪৯ বলে ১৯ চার ৯ ছক্কায়। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংস খেলার পথে রেকর্ডও গড়েছেন একটি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম হাজার রানের মাইলফলক গড়েন গিল। তিনি হাজার রানের ক্লাবে নাম লিখেন ১৯ ইনিংসে। বিরাট কোহলি ও শেখর ধাওয়ান হাজার রানের মাইলফলক গড়েছিলেন ২৪ ইনিংসে। ওপেনার গিল ১৮২ রান থেকে ২০৮ রানের মধ্যে ছক্কা মেরেছেন ৪টি। এরপর ৪৮.১, ৪৮.২ ও ৪৮.৩ ওভারে টানা তিন ছক্কা মেরে সেঞ্চুরি করেন। গিল ডাবল সেঞ্চুরির ইনিংসের প্রথম ৫০ রান করেন ৫২ বলে। ১০০ রান করেন ৮৭ বলে। ৫১-১০০ পৌছান ৩৫ বলে। ১০১-১৫০ রান করেন ৩৫ বলে। ১৫০ রান করেন ১২২ বলে। ২০০ রান করেন ১৪৫ বলে ১৯ চার ও ৮ ছক্কায়। ১৫১-২০০ রান করেন মাত্র ২৩ বলে! গিলের ডাবল সেঞ্চুরির ইনিংসে ৫০ ওভারে ভারত সংগ্রহ করে ৮ উইকেটে ৩৪৯ রান। হাদরাবাদে শ্বাসরুদ্ধকর ম্যাচটি ভারত জিতেছে ১২ রানে। ভারতের ৮ উইকেট ৩৪৯ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ৩৩৭ রানে। মিচেল ব্রেসওয়েল ১৪০ রান করেন ৭৮ বলে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর