মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফিফা এবার নিষিদ্ধ করল শ্রীলঙ্কাকে

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল সংস্থার অভিভাবক ফিফা আগেই শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল। বলেছিল ফেডারেশনে সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। ফিফার কথা না শুনলে পরিণাম যে কী হতে পারে তা তাদের ভালোভাবেই জানা ছিল। কিন্তু তা না মেনে স্বেচ্ছাচারিতার আশ্রয় বেছে নিয়েছিল। আর এতেই সর্বনাশ। শ্রীলঙ্কাকে ফুটবলের সব কর্মকা  থেকে নিষিদ্ধ করেছে ফিফা। লঙ্কান ফুটবল ফেডারেশনকে জরুরি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। লঙ্কান ফেডারেশনের ওপর মূলত হস্তক্ষেপ করে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে বেশ কিছু নিয়মনীতির পরিবর্তন আনা হয়। তাতে ক্রীড়া সংস্থাগুলোর স্বায়ত্তশাসন ও স্বাধীনতা খর্ব করা হয়েছিল। তা থেকে বাদ যায়নি ফুটবল।

এ মাসে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের নির্বাচনের ব্যবস্থা করা হলেও সেটি ফিফা ও এএফসির বেঁধে দেওয়া শর্ত পালন করা হয়নি। বরং ক্রীড়া প্রতিমন্ত্রীর এক ঘনিষ্ঠ জনকেই ফেডারেশনের প্রধান দায়িত্বে বসানো হয়। এখন নিষেধাজ্ঞার ফলে তুমুল অর্থ সংকটের  মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কা ফুটবলে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

 

সর্বশেষ খবর