শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রংপুরের শীর্ষে ওঠার হাতছানি

ক্রীড়া প্রতিবেদক

রংপুরের শীর্ষে ওঠার হাতছানি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ খেলেই পাকিস্তান উড়ে গেছেন ডান হাতি ফার্স্ট বোলার হারিস রউফ। পাকিস্তানি পেসারের অভাব পূরণ করতে রংপুর রাইডার্সে উড়িয়ে এনেছে আফগানিস্তানের পেস অলরাউন্ডার নাভিন উল হককে। আফগানদের পক্ষে ৭ ওয়ানডে ও ২২ টি-২০ খেলা নাভিন বিপিএলের পরিচিত মুখ। ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের পক্ষে খেলা নাভিন গতকাল ঢাকা পা রাখেন দুবাই হয়ে। তাকে নিয়ে বিদেশি কোটা পূরণ করেছে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নাভিন ছাড়াও আজমতউল্লাহ কামারজাই, রহমতউল্লাহ গুরবাজ ও টম কোহলার চাদমুরকে নিয়ে সোহানের রংপুর আজ মুখোমুখি হচ্ছে আসরের আরেক পরাশক্তি কুমিল্লা ভিক্টোরিয়ানসের। দুই দলেরই আজ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সম্ভাবনা উজ্জ্বল। তবে রান রেটে সুবিধাজনক অবস্থানে এবং ‘হেড টু হেড’ লড়াইয়েও এগিয়ে সোহানের রংপুর। অবশ্য ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বাহিনীর রানরেট ০.৭৩৭। রংপুরের পয়েন্ট ১১ ম্যাচে ৮ জয়ে পয়েন্ট ১৬। রানরেট ০.৫১২। ইমরুল কায়েসের রংপুরের পয়েন্ট ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ এবং রানরেট ০.৪৬৬। আজ আরেক ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স।

বিপিএলের বাইলজ অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল লড়াই করবে ফাইনাল খেলতে। শীর্ষ দুই দল খেলবে এলিমেনটর ম্যাচ। জয়ী দল খেলবে ফাইনালে। রংপুর ও কুমিল্লার জয়ী দল সিলেটের বিপক্ষে ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ খেলবে। জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে ১৬ ফেব্রুয়ারি। পরাজিত দলেরও ফাইনাল খেলার সুযোগ রয়েছে। ১২ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফাইয়ার্স জয়ী দলের বিপক্ষে এলিমিনেটর পরাজিত দল খেলবে ১৪ ফেব্রুয়ারি।

রংপুর ও কুমিল্লা বিপিএলের আসর শুরু করে নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে। আসর শুরুর দিনে সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল সোহান বাহিনী ও ইমরুল বাহিনী। ম্যাচটি রংপুর জিতেছিল ৩৪ রানে। প্রথমে ব্যাট করে রংপুরের সংগ্রহ করেছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান। সর্বোচ্চ ৬৭ রান করেছিলেন রনি তালুদার। ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ৩১ বলে। ম্যাচে ৫০ রান করেছিলেন রনি মাত্র ১৯ বলে। যা বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। ১৭৭ রানের টার্গেটে কুমিল্লা ১৯.১ ওভারে অলআউট হয় ১৪২ রানে। হাসান মাহমুদ ৩ উইকেট নিয়েছিলেন ২০ রানে।

 

 

সর্বশেষ খবর