শিরোনাম
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মার্চে বাংলাদেশে তিন জাতি ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

মার্চে বাংলাদেশে ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় কিনা এ নিয়ে আলোচনা চলছিল। দীর্ঘদিন জাতীয় দল মাঠে না থাকায় বাফুফে চাচ্ছিল কোনো উপায়ে খেলোয়াড়দের পরীক্ষা করা। তাই তিন জাতি ফুটবল আয়োজন চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন। ২০ মার্চ সিলেটে পর্দা উঠবে এ আসরের। ব্রুনাই ও সেশেলেসকে নিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট খেলবে। খেলা হবে দুই রাউন্ড। ফাইনাল নয়, দুই রাউন্ড শেষে যারা শীর্ষে থাকবে তারাই চ্যাম্পিয়ন হবে। গতকাল জাতীয় টিমস কমিটির ভার্চ্যুয়াল সভা শেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। টুর্নামেন্টকে সামনে রেখে ৩ মার্চ থেকে অনুশীলন শুরু হবে। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ সভা শেষে এ তথ্য জানান। এ টুর্নামেন্টকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে বাফুফে চিঠিও পাঠিয়েছে ফিফার কাছে।

সর্বশেষ খবর