শিরোনাম
সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আবারও ৩ দিনেই অস্ট্রেলিয়াকে হারাল ভারত

ক্রীড়া ডেস্ক

আবারও ৩ দিনেই অস্ট্রেলিয়াকে হারাল ভারত

চার টেস্ট ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফিতে টানা দুই ম্যাচ জিতে অনেকটাই এগিয়ে গেল ভারত। গতকাল দিল্লি টেস্টের তৃতীয় দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়েছেন রোহিত শর্মারা। আগের টেস্টেও জয় পেয়েছিলেন তিন দিনেই। সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ের পর এবার রোহিতরা জিতলেন ৬ উইকেটে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানের দিকে ছুটছে ভারত। অস্ট্রেলিয়া ১৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১২৩ পয়েন্ট নিয়ে ঠিক পরের স্থানেই আছেন রোহিত শর্মারা। বর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারলে শীর্ষস্থানে চলে যেতে পারেন তারা। সেক্ষেত্রে ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে ভারতের। আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের দ্য ওভালে।

দিল্লি টেস্টে বোলারদের দাপটই চোখে পড়ল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভারতীয় বোলার মোহাম্মদ সামি নিলেন ৬০ রানে ৪ উইকেট। অশ্বিন নেন ৫৭ রানে ৩ উইকেট। জাদেজাও শিকার করেন ৩ উইকেট। উসমান খাজা (৮১ রান) ও পিটার হ্যান্ডসকম্বের (৭২*) ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ২৬৩ রান করে অলআউট হয়। জবাবে ভারতের প্রথম ইনিংসটাও খুব ভালো হয়নি। ২৬২ রানে অলআউট হন রোহিত শর্মারা (অক্ষর প্যাটেল ৭৪ ও বিরাট কোহলি ৪৪ রান)। অস্ট্রেলিয়ার নাথান লায়ন ৫ উইকেট শিকার করেন ৬৭ রানে। টড মারফি নেন ২ উইকেট। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা মাত্র ৪২ রানে শিকার করেন ৭ উইকেট। গতকাল তার বোলিং তা বেই ১১৩ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। অসিদের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ট্রেভিস হেড। অশ্বিন এবারেও নেন ৩ উইকেট। ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে ১১৮ রান করে জয় তুলে নেয়। শততম টেস্ট খেলতে নামা চেতেস্বর পুজারা অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন। নাথান লায়ন ২ উইকেট শিকার করেন এই ইনিংসে। ম্যাচসেরার পুরস্কার পান রবীন্দ্র জাদেজা। দুই ইনিংসে তিনি মোট ১০ উইকেট শিকার করেন।

সর্বশেষ খবর