শিরোনাম
সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তপুরা এখন সৌদি আরবে

ক্রীড়া প্রতিবেদক

তপুরা এখন সৌদি আরবে

পেশাদার লিগের প্রথম লেগ শেষ হয়ে গেছে। ফেডারেশন কাপের গ্রুপ পর্বও শেষ হয়েছে। অনেক ক্লাবেরই বিদেশি ফুটবলাররা ছুটি নিয়ে দেশে ফিরে গেছেন। স্থানীয়রা ছুটি পেয়েছেন। তবে সবাই না। ২২ থেকে ২৮ মার্চ সিলেটে শুরু হবে ত্রিদেশীয় ফুটবল। যেখানে বাংলাদেশ, ব্রুনাই ও সিশেলস অংশ নেবে। সেই লক্ষ্যে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রথম অনুশীলনটা হবে সৌদি আরবেই। গতকাল প্রথমভাগের দল সৌদিতে পৌঁছেছে। আজ বাকিরা যাবেন। সৌদি আরব এশীয় ফুটবলে শক্তিশালী দেশ। মেসির নেতৃত্বে এবার আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলেও একমাত্র ম্যাচটি হার মানে সৌদি আরবের কাছে। উদ্বোধনী ম্যাচেই পিছিয়ে থেকে ২-১ গোলে জিতে আলোড়ন তুলে সৌদির ফুটবলাররা। সৌদি লিগে আবার বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন। তাই দেশটির ফুটবল নিয়ে ভালোই আলোচনা হচ্ছে। সেই সৌদিতে এখন তপু বর্মণরা। অনুশীলনের পাশাপাশি স্থানীয় দুটি ক্লাবের বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে। কোচ ক্যাবরেরা তার শিষ্যদের পরীক্ষাটা এখানেই নিতে পারবে। ঢাকায় ফিরে চূড়ান্ত দল ঘোষণা করবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর