১০১৭ ম্যাচে ৮০০ গোল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কাতার বিশ্বকাপেই পেশাদার ক্যারিয়ারের ১ হাজারতম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছিলেন। গতকাল পানামার বিরুদ্ধে ম্যাচটি ছিল ১ হাজার ১৭তম ম্যাচ। আর এ ম্যাচেই স্পর্শ করলেন ৮০০ গোলের মাইলফলক। ম্যাচপ্রতি গোলগড় ০.৭৮। আকাশি-নীলে সেঞ্চুরির অপেক্ষা পেশাদার ক্যারিয়ারে ৮০০ গোল স্পর্শ করার দিনে আর্জেন্টিনার জার্সিতেও আরেকটি মাইলফলকের…