বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অলিম্পিকে খেলা হচ্ছে না

সাফজয়ী সাবিনাদের আক্ষেপ!

ক্রীড়া প্রতিবেদক

সাফজয়ী সাবিনাদের আক্ষেপ!

গত বছর নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন তুলেছিল। এমন সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নারী দলকে সংবর্ধনার পাশাপাশি পুরস্কৃত করেছিলেন। অধিনায়ক সাবিনা খাতুন বলেছিলেন, ‘শুধু সাফ নয়, আরও বড় সাফল্য পেতে চাই।’ দুর্ভাগ্য সাবিনাদের, প্রত্যাশা থাকলেও তারা বড় আসর থেকে বঞ্চিত হচ্ছেন। ৫-১১ এপ্রিল মিয়ানমারে ওমেন্স অলিম্পিক বাছাই পর্বে খেলার কথা ছিল। গ্রুপের ফিকশ্চার তৈরি হয়। অনুশীলনও শুরু করে। কিন্তু হঠাৎই অলিম্পিকে সাবিনাদের খেলা বাতিল হয়ে গেল।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ভিডিও ফুটেজে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারে বিমান ভাড়া, ইন্স্যুরেন্স ফি, সেখানে থাকা-খাওয়া ও ট্রান্সপোর্টের অন্যান্য খরচের অর্থ বহন করা সম্ভব নয় বলে সফর বাতিল হলো। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা চেয়েও এ ক্ষেত্রে লাভ হয়নি। প্রশ্ন হচ্ছে, কেন অর্থ সংকট? কিছুদিন আগে দেশের অন্যতম শীর্ষ এক শিল্পপ্রতিষ্ঠান নারী দলকে বড় ধরনের স্পন্সর করে। এর পরও অর্থ সংকট কেন?

পুরুষ ফুটবলে জাতীয় দলে একের পর এক ব্যর্থতা। কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না জামালরা। অথচ নারী ফুটবল  দল দেশকে আনন্দে ভাসাচ্ছে। জাতীয় দল সাফ চ্যাম্পিয়নের পর স্বয়ং বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, মেয়েদের ফুটবল উন্নয়নে আমরা নানামুখী কর্মসূচি নেব। আমার বিশ্বাস, শুধু দক্ষিণ এশিয়া নয় বাংলাদেশের মেয়েরা এশিয়ার  অন্যতম শক্তিশালী দলে পরিণত হবে। অথচ সেই মেয়েদেরই অলিম্পিকের বাছাইপর্ব থেকে বঞ্চিত করল বাফুফে।

সর্বশেষ খবর