শিরোনাম
শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

উইম্বলডনে খেলবেন মেদভেদেভরা

ক্রীড়া ডেস্ক

উইম্বলডনে খেলবেন মেদভেদেভরা

বর্তমান টেনিসে শীর্ষ সারির তারকা রাশিয়ার ড্যানিল মেদভেদেভ (র‌্যাঙ্কিংয়ে ৫) আর আন্দ্রে রুবলেভ (র‌্যাঙ্কিংয়ে ৭)। বেলারুশের মেয়ে অ্যারিনা সাবালেঙ্কা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের ওপর ছিল নিষেধাজ্ঞা। অনেক টুর্নামেন্টেই তারা অংশগ্রহণ করতে পারছিলেন না। টেনিসের বিশ্বকাপ খ্যাত উইম্বলডনেও ছিল নিষেধাজ্ঞা। তবে এ বছর রাশিয়া ও বেলারুশের টেনিস প্লেয়ারদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, রাশিয়া ও বেলারুশের প্লেয়াররা এবার উইম্বলডনে লড়াই করতে পারবেন। তবে টুর্নামেন্টে অংশ নিতে হলে শর্ত মানতে হবে। রাশিয়া অথবা বেলারুশের সরকারকে সমর্থন করা যাবে না। রাশিয়া এবং বেলারুশ থেকে কোনো রকম স্পন্সর অথবা সরকারি অর্থ সাহায্য নেওয়া যাবে না। এই শর্ত মেনে উইম্বলডনে অংশ নিতে পারবেন ড্যানিল মেদভেদেভ, আন্দ্রে রুবলেভ আর অ্যারিনা সাবালেঙ্কাদের মতো শীর্ষ টেনিস তারকারা।

সর্বশেষ খবর