বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দুই ব্রাজিলিয়ানের গোলে সেমিতে কিংস

ক্রীড়া প্রতিবেদক

দুই ব্রাজিলিয়ানের গোলে সেমিতে কিংস

১৭ ফেব্রুয়ারি পেশাদার লিগে ঢাকা-আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিল বসুন্ধরা কিংস। ৪৭ দিন বিরতির পর গতকাল মাঠে নামল তারা। যদিও বসুন্ধরার বেশ কজন ফুটবলার জাতীয় দলের হয়ে সিশেলসের সঙ্গে খেলেছে। কিন্তু বসুন্ধরায় একসঙ্গে খেললে টিম স্পিরিট পাওয়া যায়। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে তাই দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রথমে অগোছালো খেলা খেলেছে অস্কারের শিষ্যরা। ১৫ মিনিট পর্যন্ত চেনায় যাচ্ছিল না মাঠে বাংলাদেশের সেরা দল খেলছে। তারপরও ৩-১ গোলে জিতে আসরের সেমিফাইনাল নিশ্চিত করে। মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর মধ্যে যারা জিতবে তাদের সঙ্গেই ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে ফুটবল কিং বসুন্ধরা কিংস। যাক গতকাল জয় পেলেও প্রথম গোল করেছিল মুক্তিযোদ্ধা। ৩৪ মিনিটে সোমা ওতানির কর্নারে বল গোল মুখে এলে ডরিয়েলটনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে কিংস। যদিও রেফারি তার রিপোর্টে সোমার গোল উল্লেখ করেছেন। অবশ্য সমতায় ফিরতে কিংস বেশি সময়ও নেয়নি। ৪১ মিনিটে ডরিয়েলটনের গোলেই ম্যাচে ফেরে কিংস। এরপরও মুক্তিযোদ্ধা বিক্ষিপ্তভাবে আক্রমণ চালাচ্ছিল। দলটা তো বসুন্ধরা কিংস। কতক্ষণ আর লড়াই করবে মুক্তিযোদ্ধা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় কিংস। ৭৯ মিনিটে ফের ডরিয়েলটনের গোলে (২-১) এগিয়ে যায় কিংস। দুই মিনিট পর ব্যবধান ৩-১ করেন আরেক ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো।

সর্বশেষ খবর