শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কিংসকে থামাল আজমপুর

ক্রীড়া প্রতিবেদক

কিংসকে থামাল আজমপুর

প্রিমিয়ার লিগ ফুটবলে একের পর এক দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ছিল বসুন্ধরা কিংস। প্রথম পর্বের দশ ম্যাচের দশটিতেই জিতে দূরন্ত ফর্মে ছিল দলটা। অস্কার ব্রুজোনের শিষ্যদের সামনে ছিল টানা এগারো ম্যাচ জয়ের রেকর্ড গড়ার হাতছানি। তবে লিগের তলানির দল আজমপুর এফসির সঙ্গে ড্র করে রেকর্ড গড়া হলো না তাদের। গতকাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে লিগে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আজমপুর এফসি উত্তরার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। এই ড্রয়ের পরও ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে অস্কার ব্রুজোনের শিষ্যরাই।

গতকাল ম্যাচে গোলের জন্য মরিয়া হয়ে খেললেও প্রথমার্ধ্বে গোলের দেখা পায়নি বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধ্বে ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন রবসন রবিনহো (লিগে পঞ্চম গোল)। ডি বক্সের ভিতরে ডরিয়েলটনকে ফাউল করেন আজমপুর এফসির রায়হান। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১-০ গোলের ব্যবধান নিয়েই ম্যাচটা শেষ করতে পারত টানা তিনবারের লিগ চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের যোগ করা সময়েরও শেষ দিকে (৯৫ মিনিট) কিংসের ডিফেন্ডার তপু বর্মণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। প্রতিপক্ষ ফুটবলার সাকিব এটাই কাজে লাগান। জিকোকে একা পেয়ে ডি বক্সে ঢুকে বল জালে জড়ান তিনি। লিগে আরও একটা পয়েন্ট সংগ্রহ করল তার দল। আজমপুর এফসি উত্তরা এর আগে দুটি ম্যাচে কেবল ড্র করেছে। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে এবং শেখ জামালের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। এদিকে গতকাল আবাহনী লিমিটেড রাজশাহীতে ফর্টিসকে হারিয়েছে ২-০ গোলে। আবাহনীর পক্ষে একটি করে গোল করেন ড্যানিয়েল কলিনড্রেস (৯ মিনিট) ও পিটার নোরাহ (১৩ মিনিট)। এই জয়ে লিগে পয়েন্টের ব্যবধান কমাল আবাহনী। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আকাশি-নীল জার্সিধারীরা। আজ প্রিমিয়ার লিগ ফুটবলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসির মুখোমুখি হচ্ছে শেখ রাসেল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর