শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বেনজেমা ম্যাজিক রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক

বেনজেমা ম্যাজিক রিয়ালের জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও করিম বেনজেমা ম্যাজিকে জয় পেল রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারাল লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের ২১ মিনিটে বেনজেমার গোলেই এগিয়ে যায় রিয়াল। এরপর ৭৪ মিনিটে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান মারকো আসেনসিও। চেলসির বেন চিলওয়েল ৫৯ মিনিটে লাল কার্ড পান। ১০ জনের দল নিয়ে রিয়ালের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি চেলসি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুই গোলের জয়ে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা বাড়িয়েনিলেও রিয়ালের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। আগামী মঙ্গলবার ফিরতি লেগে তাদের খেলতে হবে চেলসির মাঠে। তাছাড়া গত দুই আসরে এই দুই দলের দুই লেগের লড়াই উপহার দিয়েছে অনেক উন্মাদনা। ২০২০-২১ মৌসুমে সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে ফাইনালে উঠে পরে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। আর গতবার কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে হারলেও ফিরতি লেগে দুর্দান্ত এক জয়ে সম্ভাবনা জাগিয়েছিল ব্লুজরা। এবারেও কি প্রত্যাবর্তনের দারুণ কোনো গল্প লিখবে চেলসি! করিম বেনজেমা চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে গোল করলেন। চলতি মৌসুমে ইউরোপসেরা প্রতিযোগিতায় মোট চার গোল করলেন তিনি। ম্যানসিটির আরলিং হলান্ড ১১ গোল নিয়ে শীর্ষে আছেন। করিম বেনজেমা চ্যাম্পিয়ন্স লিগে মোট গোলের তালিকায় রবার্ট লেবানডস্কির (৯১ গোল) কাছাকাছি পৌঁছে গেছেন। বেনজেমার গোল সংখ্যা ৯০টি। এই তালিকায় রোনালদো (১৪০ গোল) শীর্ষে ও মেসি (১২৯ গোল) দুই নম্বরে অবস্থান করছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নেপোলিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে ছুটছে এসি মিলান। শেষবার তারা ২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন হয়। এরপর আর সেমিফাইনালও খেলা হয়নি তাদের।

সর্বশেষ খবর