রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

হকি ফেডারেশনে দ্বন্দ্ব চরমে

ক্রীড়া প্রতিবেদক

হকি ফেডারেশনে দ্বন্দ্ব চরমে

হকির বর্তমান কমিটির মেয়াদ একেবারে শেষের দিকে। সামনে নির্বাচন। অথচ শেষের দিকে এসে হকির নির্বাহী কমিটিতে অসন্তোষ বিরাজ করছে। সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ ও এক সহসভাপতির মধ্যে চিঠির মাধ্যমে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সাধারণ সম্পাদক পদে সাঈদ নির্বাচন করবেন এটা চূড়ান্ত। কিন্তু তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন একজন সহসভাপতি। সাঈদের ধারণা, তাঁর ভাবমূর্তি ও হকিতে বিশৃঙ্খলা সৃষ্টিতে নানা তৎপরতা চালাচ্ছেন এই সহসভাপতি। তাই তিনি চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছেন।

যে সহসভাপতির ওপর সাঈদ ক্ষুব্ধ তিনি আবার হকির অভিজ্ঞ সংগঠক। দীর্ঘদিন ধরেই এ খেলার সঙ্গে জড়িত। একসময় সুনামের সঙ্গে খেলেছেন। তাই তিনি সাঈদের চিঠিতে মোটেই বিচলিত নন। পাল্টা জবাব দিতে ভোলেননি। লিখেছেন, আমার সঙ্গে হকির রক্তের সম্পর্ক। তা অনেকেই জানেন। তাই আপনার অভিযোগ আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। হকি ফেডারেশন নিয়ে বিরূপ মন্তব্য করেছি তা আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি এশিয়ার হকি ফেডারেশনের সহসভাপতি হওয়ায় আমি আনন্দিত। এখানে কে প্রথম বা দ্বিতীয় তা মুখ্য নয়। তবে আমি জানি এবং হকি সিনিয়র ব্যক্তিদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হয়েছি এর আগে হকির সাবেক সভাপতি এশিয়ান হকির সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। এখানে কাউকে ছোট করার প্রশ্ন ওঠে না। অপেক্ষা করুন এর প্রমাণসহ আমি অচিরেই মিডিয়ার সামনে তুলে ধরব।

সর্বশেষ খবর