শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বায়ার্নকে বিদায় করে রিয়ালের সামনে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

বায়ার্নকে বিদায় করে রিয়ালের সামনে ম্যানসিটি

এক বছর আগের কথা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচ খেলতে নেমে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪-৩ গোলে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ। পরের লেগেই নিজেদের মাঠে ৩-১ গোলে ম্যানসিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লস ব্ল্যাঙ্কোসরা। এরপর ফাইনালে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় ১৪ নম্বর শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। এক বছর আগে আরও একটা ঘটনা ঘটে। কোয়ার্টার ফাইনালে চেলসিকে হারিয়ে সেমিতে এসেছিল রিয়াল মাদ্রিদ। এবারও যেন ইতিহাসের পুনরাবৃত্তিই দেখছেন ফুটবলপ্রেমীরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে চেলসিকে হারিয়ে শেষ চারের লড়াই নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সেই ম্যানসিটি। এবারেও কি একই ফল দেখা যাবে? রিয়াল মাদ্রিদই কি ফাইনাল খেলবে ম্যানসিটিকে হারিয়ে? নাকি এবার প্রতিশোধ নেবে পেপ গার্ডিওলার দল? ৯ মে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ ও ১৭ মে ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের লড়াইয়ে নামবে দুই দল। ফাইনালের আগেই ফাইনালের উত্তাপ পাবেন সমর্থকরা।

গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানসিটি। আগের লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্ডিওলার দল। চলতি মৌসুমে ম্যানসিটির তুরুপের তাস আরলিং হলান্ড। তিনি দুরন্ত পারফর্ম করছেন। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির জার্সিতে ৪১ ম্যাচে করেছেন ৪৮ গোল। চ্যাম্পিয়ন্স লিগেই করেছেন ১২ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে ৫০ বার তার চেয়ে বেশি গোলের রেকর্ড গড়তে পারেন তিনি। বুধবারও হলান্ডের গোলেই প্রতিপক্ষ বায়ার্নের মাঠে ড্র করেছে ম্যানসিটি। তিনি ম্যাচের ৫৭ মিনিটে গোল করেন। অবশ্য এর আগে একটি পেনাল্টি গোলের সুযোগ পেয়েও তা মিস করেন তিনি। বায়ার্ন মিউনিখের কিমিখ ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় আনেন।

বার্সেলোনার কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে বেশ কয়েকবারই রিয়াল মাদ্রিদকে বাজেভাবে হারিয়েছেন পেপ গার্ডিওলা। তবে ম্যানসিটির কোচ হিসেবে রিয়ালকে কোণঠাসা করতে পারেননি গতবার। সে কারণেই তিনি প্রতিশোধের আগুনে পুড়ছেন। এবার আর কোনোভাবেই ভুল করতে রাজি নন। সেমিফাইনাল নিশ্চিত হতেই গার্ডিওলা হুংকার ছাড়লেন- এবার দেখে নেব তাদের (রিয়ালকে)। তিনি বলেন, ‘প্রতিটি ক্লাবই জানে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে রিয়াল মাদ্রিদকে হারাতে হবে।’ ম্যানসিটির মিডফিল্ডার বার্নার্ডো সিলভাও বললেন, ‘আমরা আশা করছি এবার পারব। আমরা সব সময়ই আশাবাদী। তবে এবার অনেক বেশি আত্মবিশ্বাসী।’ ম্যানসিটির প্রতিশোধের আগুনে কি সত্যিই পুড়বে রিয়াল মাদ্রিদ! নাকি কার্লো আনসেলত্তি এবারও কোনো ম্যাজিক দেখাবেন? গতবার তো ম্যাজিকই হয়েছিল। প্রথম লেগে ম্যানসিটি জিতল ৪-৩ গোলে। দ্বিতীয় লেগেও ১-০ গোলে এগিয়ে ছিল ৮৯ মিনিট পর্যন্ত। এরপর ৯০ ও ৯১ মিনিটে ২টি গোল করেন রদ্রিগো। ৯৫ মিনিটে বেনজেমার পেনাল্টি গোল রিয়ালকে ফাইনালে নিয়ে যায়। এমন ম্যাজিক কি এবারেও হবে?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও। তারা বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে বেনফিকার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। প্রথম লেগে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ২০০৯-১০ মৌসুমের পর প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল তারা। সেবার হোসে মরিনহোর অধীনে খেলে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল। সেমিফাইনালে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন ‘মিলান ডার্বি’। এসি মিলান কোয়ার্টার ফাইনালে স্বদেশি নেপোলিকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। ১০ মে সান সিরোতে প্রথম লেগ এবং ১৬ মে দ্বিতীয় লেগের খেলা। দুই দলেরই হোম গ্রাউন্ড সান সিরো হওয়ায় দুটি ম্যাচই হবে একই মাঠে।

সর্বশেষ খবর