শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সিঙ্গাপুরে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিক বাছাই পর্বে ভুটান জাতীয় নারী দল খেললেও বাংলাদেশ অর্থ সংকটের দোহাই দিয়ে সাবিনা খাতুনদের বঞ্চিত করেছে। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের ফুটবলপ্রেমীরা বাফুফের ওপর ক্ষুব্ধ। যাক, সাবিনারা যেতে না পারলেও এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান বাছাই পর্বে খেলতে বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরে যাচ্ছে। ২৬ এপ্রিল ডি গ্রুপের খেলা শুরু হবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান। কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, বাছাই পর্বে সেরা হয়ে পরবর্তী রাউন্ডে খেলতে চাই। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রাশিয়া ও ভারতের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। টুর্নামেন্টে রাশিয়া চ্যাম্পিয়ন ও বাংলাদেশ রানার্স-আপ হয়। সিঙ্গাপুরে তা কাজে আসবে বলে মনে করেন কোচ।

সর্বশেষ খবর