শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রান বন্যার ম্যাচে লঙ্কানদের ইনিংসে জয়

ক্রীড়া ডেস্ক

রান বন্যার ম্যাচে লঙ্কানদের ইনিংসে জয়

চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত বোঝা যায়নি টেস্ট হেরে যাবে আয়ারল্যান্ড। কিন্তু সেটাই হয়েছে। পঞ্চম দিনে বাঁ-হাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া তার ঘূর্ণির মারপ্যাঁচে শুধু নতুন রেকর্ড গড়েননি, ইনিংস ব্যবধানে জয় উপহার দিয়েছেন শ্রীলঙ্কাকে। গল টেস্টে ইনিংস ও ১০ রানের জয়টি শ্রীলঙ্কার আবার শততম জয়। অষ্টম দেশ হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০তম জয় পেল দীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। ৩১১ টেস্টে সেঞ্চুরির খাতায় নাম লেখাল শ্রীলঙ্কা। জয়াসুরিয়ার ঘূর্ণিতে ২০২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। অথচ প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিতে ৪৯২ রান করেছিল দলটি। প্রথম ইনিংসে ৪৫০ রানের ওপর স্কোর করেও ইনিংস ব্যবধানে হেরে যাওয়া চতুর্থ দল আয়ারল্যান্ড। এর আগে ইংল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সাড়ে ৪০০ রান করেও ইনিংস ব্যবধানে হেরেছে। জয়াসুরিয়া টেস্ট ক্রিকেটে স্পিনাদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। ৭ টেস্টে এ রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ড আলফ ভ্যালেন্টাইনের, ৮ টেস্টে।

সর্বশেষ খবর