শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। ১৯৫৫-৫৬ মৌসুমে প্রথমবার অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এ টুর্নামেন্ট। সেবার ফাইনালে রিয়াল মাদ্রিদ ফরাসি ক্লাব রেইমসকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সে সময় টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ। ১৯৯২-৯৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নাম হওয়ার পর প্রথম চ্যাম্পিয়ন হয় ফরাসি ক্লাব মার্সেই। তারা সেবার ফাইনালে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে ১-০ গোলে পরাজিত করে।

সর্বশেষ খবর