সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

দুই ভাগে ঢাকা ছাড়বে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের চেমসফোর্ডে পরিকল্পিত ক্রিকেট খেলতে চান টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে। ক্রিকেটাররা যেন খোলস ভেঙে আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেন, সে জন্য মাঠে প্রয়োজনীয় স্বাধীনতা দিতে প্রস্তুত টাইগার কোচ। কোচের পরিকল্পনাকে সঙ্গী করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ দুই ভাগে ঢাকা ছেড়েছেন তামিম ইকবালরা। এমিরেটস এয়ারওয়েজে আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বিসহ টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ছাড়বেন টাইগার অধিনায়ক তামিম ইকবালসহ মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজসহ অন্যরা। দুই ফ্লাইটে টাইগারদের ১২ ক্রিকেটার ইংল্যান্ডের চেমসফোর্ডে যাচ্ছেন। পারিবারিক কারণে আইপিএলের মাঝপথে ঢাকায় চলে আসেন লিটন দাস। তবে দলের সঙ্গে তিনি ইংল্যান্ড যাননি। আগামীকাল ইংল্যান্ডে যাবেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলা মুস্তাফিজুর রহমান ভারত থেকে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ৫ মে প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

সর্বশেষ খবর