মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

হারের বৃত্তে টাইগার যুবারা

ক্রীড়া প্রতিবেদক

হারের বৃত্তে টাইগার যুবারা

টেস্টের পর ওয়ানডে সিরিজেও হারের ব্যর্থতা থেকে বেরোতে পারছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। একমাত্র যুব টেস্টে হেরেছিল ১০ উইকেটে। সেই হারের ধাক্কা সামলে ওঠার আগেই ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে যায় ৯ উইকেটে। প্রথম ওয়ানডের ধাক্কা সামলে দ্বিতীয়টি খেলতে নেমেছিল গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথমটি হেরেছিল ব্যাটিং ব্যর্থতায়। এবারও ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় দ্বিতীয়টি। এবার হার মানে রান তাড়া করতে নেমে। হেরে যায় ৭৮ রানে। প্রথমে ব্যাট করে পাকিস্তান যুবাদের সংগ্রহ ছিল ২৭১ রান। জবাবে টাইগার যুবারা অলআউট হয় ১৯৩ রানে। আগের ম্যাচে ৮৩ রান করেছিল আহজাইব খান। একমাত্র টেস্টে খেলেছিলেন ১৭৪ রানের ইনিংস। গতকাল সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ৬ রানে। আগের ম্যাচে ৬৯ রানে অপরাজিত ছিলেন আজান আওয়াইজ। গতকাল সেঞ্চুরি করেছেন, ১০৫ রান। ১২৫ বলের ইনিংটিসতে ছিল ১৫ চার। টাইগার যুবাদের পক্ষে ৪ উইকেট নেন ইকবাল। টাইগার যুবাদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শিহাব। সিরিজের তৃতীয় ওয়ানডে বৃহস্পতিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ২৭১/১০, ৫০ ওভারে (আজান ১০৫, শাহজাইব ৬, শামিল ৩৩, সাদ ৫১, আরাফাত ২, ওবাইদ ২, তৈয়ব ১৮, আসফান্দ ০, আমির ২৯*, ইসমাইল ০, আইমাল ১৩। রোহানাত ৭-০-৩৬-০, ইকবাল ১০-১-৭২-৪, পারভেজ ১০-১-৪১-১, ওয়াসি ১০-০-৩৮-১, মাহফুজুর ৯-০-৫২-৩, শিহাব ১-০-১২-০, জাকারিয়া ৩-০-১৯-০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৯৩/১০, ৪৭ ওভার (আদিল ৪০, আশিকুর ০, সাকিব ১৭, আহরার ২৩, জাকারিয়া ২৪, শিহাব ৪২, মাহফুজুর ২২, পারভেজ ১, ওয়াসি ১৩, রোহানাত ১*, ইকবাল ০*। ইসমাইল ১০-০-৫০-৩, আমির ৮-১-৩৫-১, আইমাল ৯-০-৪৬-২, আসফান্দ ১০-২-১৮-২, আরাফাত ১০-১-৪৪-২)।

ফল : পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৭৮ রানে জয়ী।

ম্যাচসেরা : আজান আওয়াইস।

সিরিজ : ৫ ম্যাচ সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২-০তে এগিয়ে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর