মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

রিয়াল-ম্যানসিটি লড়াই

ক্রীড়া প্রতিবেদক

রিয়াল-ম্যানসিটি লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে সেমিফাইনালে প্রথম লেগে নিজেদের মাঠে ৪-৩ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে ম্যানচেস্টার সিটি। তবে পরের লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে হেরে ফাইনাল খেলতে পারেনি পেপ গার্ডিওলার দল। রিয়াল মাদ্রিদ ফাইনালে গিয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যানচেস্টার সিটি গত মৌসুমে সেমিফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ম্যানসিটি।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই দল এর আগে আটবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুই দলই তিনটি করে ম্যাচে জয় পেয়েছে। ড্র হয়েছে দুই ম্যাচে। জয়-পরাজয়ের সংখ্যায় সমান থাকলেও সাম্প্রতিক সময়ে ম্যানসিটির সাফল্য ঈর্ষণীয়। গত চার লড়াইয়ের তিনটিতেই জয় পেয়েছে ম্যানসিটি। দুই দল ২০১৫-১৬ মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে মুখোমুখি হয়। সেবারও জয় পায় রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ম্যানসিটির মাঠে গোলশূন্য ড্রয়ের পর নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ জয় পায় ১-০ গোলে। দুবার সেমিফাইনালে ম্যানসিটি হেরেছে। এবার কি রিয়াল বাধা টপকে তারা ফাইনাল খেলতে পারবে!

পেপ গার্ডিওলা বাজি রাখছেন আরলিং হলান্ডের ওপরই। তিনি বলছেন, ‘হলান্ড সবখানেই গোল করতে পারে। তাকে সুযোগ দিলেই গোল করে। সেটা পেনাল্টি কিংবা অন্য কোনো পরিস্থিতি।’ দারুণ আত্মবিশ্বাস নিয়েই রিয়ালের মুখোমুখি হচ্ছে ম্যানসিটি। অন্যদিকে রিয়াল মাদ্রিদও আজ জয়ের জন্যই খেলতে নামবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর