মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানের রাজত্বের মেয়াদ মাত্র দুই দিন

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে পাকিস্তান। কিন্তু তাদের রাজত্ব দুই দিনেই শেষ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ হারে তারা এক নম্বর থেকে নেমে গেছে তিন নম্বরে। আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে ভারত। তবে শীর্ষ দুই দলের পয়েন্ট সমান হলেও দশমিকের ব্যবধানে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়াই এক নম্বর। তবে টেস্ট ও টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছিলেন, তারা দীর্ঘ সময় শীর্ষ অবস্থান ধরে রাখবেন। কিন্তু ৪৮ ঘণ্টা পরই তাদের তিনে নেমে যেতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক হারেই নেমে যেতে হয়েছে। তবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান।

সর্বশেষ খবর