মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরায় মুগ্ধ যুক্তরাষ্ট্রের ক্রীড়াদূত

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরায় মুগ্ধ যুক্তরাষ্ট্রের ক্রীড়াদূত

বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াদূত সেলাস হিন্ডম্যান এবং ভ্লাসটিমির ডেভিডোভিচ। গতকাল বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স দেখতে এসে সেলাস বলেন, ‘এ অবকাঠামো সত্যিই অসাধারণ। এমনটা এ দেশে অন্য কোথাও দেখিনি। এ অবকাঠামো দেখে অন্যরা অনুপ্রাণিত হতে পারেন।’ ডেভিডোভিচ বলেছেন, ‘এ অবকাঠামো যুক্তরাষ্ট্র, ইউরোপের প্রথম বিভাগের যে কোনো পেশাদার ক্লাবের মতোই আধুনিক। এমনকি এতটা সুযোগ-সুবিধা অনেক ক্লাবেরই নেই।’ বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে উঠছে এ ক্রীড়া কমপ্লেক্স। এর আগে এ কমপ্লেক্স দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের প্রতিনিধি দলও। এ ছাড়া যারাই এখানে এসেছেন, মুগ্ধ হয়েছেন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনায় এই ক্রীড়া দূত বাংলাদেশ সফর করছেন। এরই মধ্যে ফুটবল ফেডারেশনসহ কয়েকটি স্থানে গিয়েছেন তারা। তবে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স দেখেই তারা মুগ্ধ হয়েছেন।

সর্বশেষ খবর