বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

১৪ বছর পর ফাইনালে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

১৪ বছর পর ফাইনালে মোহামেডান

শিরোপা দূরের কথা, ঘরোয়া ফুটবলে ফাইনাল খেলাই স্বপ্নে পরিণত হয়েছিল মোহামেডানের কাছে। ২০০২ সালের পর লিগে চ্যাম্পিয়নই হতে পারেনি ঐতিহ্যবাহী দলটি। পেশাদার লিগে তিনবার রানার্সআপ হওয়াটাই বড় প্রাপ্তি। অবশ্য এর মাঝে ২০০৮ ও ২০০৯ মৌসুমে ফেডারেশন কাপ এবং ২০১৩ সালে সুপারকাপই ছিল মোহামেডানের শেষ শিরোপা জয়। শেষ পর্যন্ত দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবলে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে সেমিফাইনালে বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান।  বিজয়ী দলে সানডে, দিয়াবাতে ও কিংসের ডরিয়েলটন গোলগুলো করেন। আবাহনী ও শেখ রাসেলের মধ্যে যারা সেমিতে জিতবে তাদের প্রতিপক্ষ মোহামেডান।

সর্বশেষ খবর