বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

শ্রীলঙ্কায় নিগারদের দুরন্ত জয়

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে সিরিজ হেরেছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটি ভেসে গেছে বৃষ্টিতে। একটিতে কোনো প্রতিরোধই গড়তে পারেনি নিগার বাহিনী। ওয়ানডে সিরিজে ধাক্কা সামলে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে জয় তুলে এগিয়ে গেছে। গতকাল সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা মহিলা দল সংগ্রহ করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান। সর্বোচ্চ ৪৫ রান করেন হার্শিথা সামারাবিক্রমা। ৪৪ বলের ইনিংসে ছিল ৫টি চার। অধিনায়ক চামারি আতাপাত্তু ২৮ বলে ৩৮ রান করেন ২ চার ও ৩ ছক্কায় এবং নীলাকেশী ডি সিলভা ২৮ বলে ২৯ রান করেন ১ চারে। নিগার বাহিনীর সফল বোলার লেগ স্পিনার ফাহিমা খাতুন ৪ ওভারের স্পেলে ২০ রানের খরচে নেন ২ উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও সাবিহা খান। টার্গেট ১৪৬। ৪.৪ ওভারে ২৩ রানের খরচে সাজঘরে ফিরে যান দুই ওপেনার শামীমা সুলতানা ও রাবেয়া হায়দার। ৭৪ রানে আউট হন সোবহানা মুস্তারি। এরপর অধিনায়ক নিগার চতুর্থ উইকেট জুটিতে ৮.৩ ওভারে ৭৪ রান যোগ করেন রিতু মণির সঙ্গে। ১৯.৪ ওভারে দলীয় ১৪৫ রানে সাজঘরে ফেরেন রিতু। এরপর উইনিং শট নেন অধিনায়ক নিগার। ম্যাচসেরা নিগার ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ৫১ বলে ৭ চার ও ২ ছক্কায়। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যচ। ২০১৪ সালে ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৩ রানে হারানোর ৯ বছর পর ফের হারাল বাংলাদেশ।

সর্বশেষ খবর