বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

মিলান ডার্বিতে জিতবে কে?

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মিলান ডার্বির প্রথম লেগ আজ। সান সিরোতে ম্যাচটা ইন্টার মিলান হোম ম্যাচ হিসেবে খেলবে। অবশ্য দ্বিতীয় লেগও এ মাঠেই হবে। এসি মিলানের হোম ম্যাচ হিসেবে। বিশ্ব ক্লাব ফুটবলের শীর্ষ দুই দলের হোম গ্রাউন্ড একটাই- সান সিরো। মিলান ডার্বিতে বেশ কয়েক বছর ধরেই ইন্টার মিলানের আধিপত্য চলছে। এসি মিলান সর্বশেষ টানা দুটি মিলান ডার্বি জয় করেছে ২০১০-১১ মৌসুমে। সিরি এ লিগে। এরপর ২৯ ম্যাচে মুখোমুখি হয়ে ১৫ বারই জয় পেয়েছে ইন্টার মিলান। এসি মিলান জয় পেয়েছে কেবল ছয় ম্যাচে। বাকি আটটি ড্র হয়েছে। সাম্প্রতিক সময়ে এ রেকর্ডের পরও মিলান ডার্বিতে কোনো দলকে ফেবারিট বলা কঠিন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মিলান ডার্বি হয়েছে এর আগে দুবার। ২০০২-০৩ মৌসুমের সেমিফাইনালে এবং ২০০৪-০৫ মৌসুমের কোয়ার্টার ফাইনালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর