শিরোনাম
শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

এক দিনে দুই জায়ান্টের হার

ক্রীড়া প্রতিবেদক

এক দিনে দুই জায়ান্টের হার

যে দল হারতে ভুলে গিয়েছিল। সেই বসুন্ধরা কিংসই কি না টানা দুই ম্যাচ হারের লজ্জায় ডুবল। আগের ম্যাচে ফেডারেশন কাপের সেমিফাইনালে ১-২ গোলে মোহামেডানের কাছে হেরে যায় কিংস। গতকাল পেশাদার লিগে পুলিশের কাছেও একই ব্যবধানে হারল। প্রথম লেগে সব ম্যাচ জিতলেও দ্বিতীয় লেগের শুরুতে ময়মনসিংহে তারা ড্র করে দুর্বল প্রতিপক্ষ আজমপুর উত্তরার বিপক্ষে। সেই ময়মনসিংহে এবার লিগে প্রথম হার কিংসের। পুলিশের কাছে ২-১ ব্যবধানে হার। একই দিনে মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনীর কাছে ২-৩ গোলে হেরে যায় ঢাকা আবাহনী। ১৫ ম্যাচ শেষে কিংসের ৪০ আর আবাহনীর ৩০-ই থাকল।  ৩২ মিনিটে ভেনেজুয়েলার ফুটবলার অ্যাডওয়ার্ড মুরিওর গোলে এগিয়ে যায় পুলিশ। চারজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি গোলরক্ষক জিকোকে পরাস্ত করেন। বক্সের বাইরে যদি ফাউল করা হতো তাহলে মুরিওর ড্রিবলিং করে ডি-বক্সের ভিতরে ঢুকতে পারত না। দেখে মনে হচ্ছিল কিংসের ডিফেন্ডাররা মুরিওর কৌশল দেখছিলেন।

যাক পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসের পক্ষে সমতা ফেরান রাকিব। এরপর তো মাঠে কিংসেরই প্রাধান্য ছিল। তারপরও মুরিওর তার নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন কিংসের রক্ষণভাগের ব্যর্থতার কারণে। তারই জোড়া গোলে পুলিশ ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে। এদিকে ঢাকা আবাহনী লিগে তৃতীয় ম্যাচ হেরেছে। মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর কাছে ৩-২ গোলে হেরে যায়। বিজয়ী দলে ওজুকু ২, ইকবাল ১ ও আবাহনী ইউসুফ ২ গোল করেন। দুই জায়ান্টের হারের দিনে কিংস অ্যারিনায় অনুষ্ঠিত বসুন্ধরা ডার্বিতে শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি গোলশূন্য ড্র করেছে। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল তিনে ও এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে শেখ জামাল চারে অবস্থান করছে।

 

সর্বশেষ খবর