বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশে আসছে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলবে আফগানিস্তান। পূর্ণাঙ্গ সিরিজটি খেলতে রশিদ খানরা ঢাকা আসবেন দুই ধাপে। প্রথম ধাপে খেলবে একমাত্র টেস্ট ম্যাচটি। যা শুরু হবে ঈদুল আজহার আগে। ঈদের পর দ্বিতীয় ধাপে আফগানিস্তান খেলবে ওয়ানডে ও টি-২০ সিরিজ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রশিদ খানরা প্রথমবার ঢাকায় আসবেন ১০ জুন। টেস্ট শেষ করে ১৯ জুন ফিরে যাবেন ভারতে। একমাত্র টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এবং তারিখ ১৪-১৮ জুন। দ্বিতীয় ধাপে খেলতে রশিদরা ঢাকায় আসবেন ১ জুলাই। ৫, ৮ ও ১১ জুলাই ওয়ানডে তিনটি খেলবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৪ ও ১৬ জুলাই টি-২০ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গত বছর মার্চে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তামিম বাহিনী জিতেছিল ২-১ এবং টি-২০ সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। ওয়ানডের পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা এবং টি-২০ ও টেস্টে এগিয়ে আফগানিস্তান। দুই দেশ এখন পর্যন্ত একটি মাত্র টেস্ট খেলেছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বৃষ্টি¯œাত টেস্টটিতে রশিদ খানের ঘূর্ণিতে বাংলাদেশ হেরেছিল ২২৪ রানে। রশিদ প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন এবং ব্যাটিং ৫১ রান করেছিলেন। টেস্টে আফগানিস্তানের স্কোর ছিল ৩৪২ ও ২৬০। বাংলাদেশের স্কোর ছিল ২০৫ ও ১৭৩। ওয়ানডেতে দুই দেশ মুখোমুখি হয়েছে ১১ বার। সাতবার জিতেছে বাংলাদেশ এবং আফগানিস্তান জিতেছে চারবার। গত মার্চে দুই দেশের ওয়ানডে সিরিজে তামিম বাহিনী প্রথম দুটি জিতেছিল যথাক্রমে ৪ উইকেট এবং ৮৮ রানে। তৃতীয় ওয়ানডে আফগানরা জিতেছিল ৭ উইকেটে। এবার নিয়ে আফগানিস্তান তৃতীয়বার ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে।

সর্বশেষ খবর