শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

আজই কি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস?

ক্রীড়া প্রতিবেদক

টানা তিনবারের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া বসুন্ধরা কিংসকে থমকে দিয়েছে পুলিশ এফসি। যে দল হারতেই ভুলে গিয়েছিল তারা কি না পেশাদার ফুটল লিগে ১৫তম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল পুলিশের কাছে হেরে গেছে। আশ্চর্য হলেও আগের ম্যাচে ফেডারেশন কাপ সেমিফাইনালে মোহামেডানের কাছেও হেরে যায় তারা। ফুটবলে দেশসেরা দলের টানা দুই ম্যাচে হারাটা অঘটনই বলা যায়। যাক, এর পরও লিগে টানা চতুর্থবার শিরোপার ট্রফিটা তাদের হাতের নাগালেই।

আজ বসুন্ধরা নিজেদের হোম ভেন্যু কিংস অ্যারিনায় লিগের ১৬তম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। তাদের অ্যাকাউন্টে জমা আছে ৪০ পয়েন্ট। এ ম্যাচ জিতলে শিরোপার জন্য আর ৩ পয়েন্ট প্রয়োজন পড়বে। তবে আজই বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। চট্টগ্রাম আবাহনী হারলে বসুন্ধরার পয়েন্ট দাঁড়াবে ৪৩। অন্যদিকে আজ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। যদিও কিছুদিন আগে আবাহনী একই ভেন্যুতে ফেডারেশন কাপ সেমিতে ৩-০ গোলে হারায় তাদের। তবে কুমিল্লায় ঢাকা আবাহনী ও কিংস অ্যারিনায় চট্টগ্রাম আবাহনী হারলে চার ম্যাচ আগেই কিংস চ্যাম্পিয়ন হয়ে যাবে।

এমন সমীকরণ নিয়ে ভাবছে না বসুন্ধরা কিংস। তাদের টার্গেট একটাই- জয়। হোম ভেন্যু হলেও সতর্ক থাকবেন অস্কারের শিষ্যরা। কেননা টানা দুই ম্যাচ যেমন তারা হেরেছেন, তেমনি চট্টগ্রাম আবাহনী আগের ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে উজ্জীবিত।

সর্বশেষ খবর