শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

ইউরোপা লিগের ফাইনালে রোমা-সেভিয়া

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নের ফাইনালের লাইনআপ চূড়ান্ত। ১০ জুন তুরস্কের ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে মুখোমুখি হবে। ইউরোপীয় ক্লাবগুলোর দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগের ফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়েছে। চলতি মাসের ৩১ তারিখে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ফাইনালে মুখোমুখি হবে রোমা ও সেভিয়া। স্প্যানিশ ক্লাব সেভিয়া কখনো ইউরোপের ফাইনালে হারেনি। যে ছয়বার ফাইনালে উঠেছিল, একবারও হারেনি স্প্যানিশ ক্লাবটি। অবশ্য রোমাও ইউরোপা লিগের সফল ক্লাব।

বায়ার লেভারকুজেনের সামনে ২১ বছর ইউরোপা কাপের ফাইনালে উঠার হাতছানি ছিল। কিন্তু প্রথম লেগের ফলাফলে বায়ার লেভারকুজেন উঠতে পারেনি। প্রথম লেগে এএস রোমা ও লেভারকুজেন ম্যাচটিতে ১-০ গোলে জিতেছিল ইতালিয়ান জায়ান্ট ক্লাব রোমা। দ্বিতীয় লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফলে দুই লেগ মিলিয়ে রোমা ১-০ গোলে জয় তুলে ইউরোপা কাপের ফাইনালে জায়গা নেয়। দুই লেগ মিলিয়ে ইউরোপা লিগের  ‘কিং’ হিসেবে পরিচিত সেভিয়া ফাইনালে উঠেছে। পরশু রাতে স্প্যানিশ ক্লাব সেভিয়া ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে। প্রথম লেগে দুই দলের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। রোমা-লেভারকুজেন ম্যাচে কোনো গোল হয়নি। সেভিয়া-জুভেন্টাস ম্যাচে প্রথমে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।

 

সর্বশেষ খবর