রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তিত নয় মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তিত নয় মেয়েরা

সিঙ্গাপুরে এএফসি কাপ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বাছাই পর্বে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ। তাজিকিস্তান ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় রাউন্ডে মেয়েরা খেলবেন বি গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন। অস্ট্রেলিয়া তো আছেই, অন্য দুটি দেশও শক্তিশালী। তার পরও অনূর্ধ্ব-১৭ দলের কোচ গোলাম রব্বানী ছোটন মোটেই চিন্তিত নন। তিনি বলেন, ‘তিন দেশের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৮ সালে ঢাকায় ভিয়েতনামকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। মিয়ানমারে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দেয়। সেখান থেকে চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ গোলে হার, আরেকবার ২-২ গোলে ড্র হয়। দুটি ম্যাচেই বাংলাদেশ অসংখ্য সুযোগ হাতছাড়া করায় জিততে পারেনি।’

ছোটন বলেন, ‘অস্ট্রেলিয়া দারুণ শক্তিশালী বলে অনেকে ভাবছেন আমরা বড় ব্যবধানে হারব। আমি তো এখানে ভয়ের কিছু দেখছি না। অস্ট্রেলিয়া শক্তিশালী হলে বাংলাদেশ কি দুর্বল? মোটেই না। জেতার সামর্থ্য রয়েছে। তবে মাঠে সেরাটা দিতে হবে। আমি বলব, এবারও চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরে মেয়েরা অসাধারণ খেলেছে। আমরা ভয়কে জয় করেছি। তবে আমি বলব, দ্বিতীয় রাউন্ডে নামার আগে আমাদের প্রস্তুতি ম্যাচের প্রয়োজন রয়েছে। এতে ভুলগুলো শোধরানো যাবে। ১৬-২৪ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের খেলা হবে। এখনো ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে।’

সর্বশেষ খবর