বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা
লঙ্কান প্রিমিয়ার লিগ

গল গ্ল্যাডিয়েটর্সে সাকিব

আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, কাউন্টি- বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও সাকিবের অভিষেক হয়নি এলপিএলে।

ক্রীড়া প্রতিবেদক

গল গ্ল্যাডিয়েটর্সে সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) নিলামে নাম ছিল বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেনের। তিনজনের নাম থাকলেও এখন নিলাম হবে দুই ক্রিকেটার লিটন ও আফিফের। কেননা টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। নাম লেখান ‘সরাসরি চুক্তি করতে ইচ্ছুক’ এমন ক্রিকেটারদের ক্যাটাগরিতে। নিলাম শুরুর আগে গতকাল সরাসরি সাকিবকে দলভুক্ত করেছে গল গ্ল্যাডিয়েটর্স।

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের সম্ভাব্য তারিখ ১১ জুন। টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়নি। অবশ্য দেশটির ক্রিকেট বোর্ড টার্গেট করেছে ৩০ জুলাই এলপিএলের চতুর্থ আসর মাঠে গড়ানোর। এদিকে নিয়ম অনুযায়ী নিলামের আগেই গল গ্ল্যাডিয়েটর্স দলভুক্ত করেছে বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে। গতকাল টুর্নামেন্টের অংশগ্রহণকারী ৫ দলের সরাসরি চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম জানিয়েছে এলপিএল কর্তৃপক্ষ। গল গ্ল্যাডিয়েটর্স টাইগার সাবেক অধিনায়ককে দলভুক্ত করলেও তার খেলার বিষয় নির্ভর করছে বিসিবির এনওসি পাওয়ার ওপর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু আয়ারল্যান্ড সফরের জন্য বিসিবি তাকে এনওসি দেয়নি। ফলে আইপিএল থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন নেন সাকিব। আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে ব্যথা পান টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক। ফলে ৬ সপ্তাহ বাইরে থাকবে তাকে। এ জন্য ঈদের আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে না খেলার সম্ভাবনা রয়েছে সাকিবের। তবে ঈদের পর তিন ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন তিনি। সিরিজটির পর বাংলাদেশ ক্রিকেট দলের কোনো আন্তর্জাতিক শিডিউল নেই। সে জন্য বিসিবির এনওসি না পাওয়ার কোনো কারণ নেই। আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, কাউন্টি- বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও সাকিবের অভিষেক হয়নি এলপিএলে। লঙ্কান প্রিমিয়ার লিগের বাকি চারটি দল জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ডাম্বুলা অরা ও ক্যান্ডি ফ্যালকনস। বিদেশি ক্রিকেটার কোটায় জাফনা সরাসরি নিয়েছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, কলম্বো পাকিস্তানের বাবর আজম, ডাম্বুলা অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড ও ক্যান্ডি নিয়েছে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসিকে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে গল নিয়েছে দাসুন শানাকাকে, কলম্বো নিয়েছে মাথিশা পাথিরানা, ডাম্বুলা কুশল মেন্ডিস এবং ক্যান্ডি নিয়েছে ভানিন্দু হাসারাঙ্গাকে। নিয়ম অনুয়ায়ী প্রতিটি দল স্থানীয় ও বিদেশি ক্রিকেটার কোটায় দুজনকে সরাসরি দলভুক্ত করতে পারবে।

সর্বশেষ খবর