রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

ছয় টেস্ট খেলা আফগানরাও এখন কঠিন প্রতিপক্ষ

ক্রীড়া প্রতিবেদক

ছয় টেস্ট খেলা আফগানরাও এখন কঠিন প্রতিপক্ষ

গত বছর ফেব্রুয়ারিতে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলে গিয়েছিলেন রশিদ খান, মোহাম্মদ নবী, ইব্রাহিম জাদরানরা। ওয়ানডে সিরিজ জিতেছিল তামিম ইকবালের বাংলাদেশ। তবে হারেনি টি-২০ সিরিজও। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। দুই ম্যাচের টি-২০ সিরিজে জয় পায়নি কোনো দলই। অবশ্য সাদা পোশাকে খেলেনি। দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল প্রায় চার বছর আগে, ২০১৯ সালে। এখন পর্যন্ত দুই দেশ ওই একটিই টেস্ট খেলেছে এবং হেসেছে আফগানরা। ১০ জুন দুই ধাপে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-২০ ম্যাচ খেলতে ঢাকা আসছে আফগানিস্তান। ঈদের আগে ১৪-১৮ জুন মিরপুরে খেলবে একমাত্র টেস্ট। ঈদের পর দ্বিতীয় ধাপে খেলবে ৪, ৮ ও ১১ জুলাই তিন ওয়ানডে চট্টগ্রামে এবং ১৪ ও ১৬ জুলাই সিলেটে টি-২০ সিরিজ। বাংলাদেশের এখন কোনো আন্তর্জাতিক শিডিউল নেই। প্রস্তুতি নিতে ব্যস্ত। আফগানিস্তান ব্যস্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। সিরিজ খেলেই ঢাকায় আসবেন হাশমতুল্লাহ শাহিদি, রহমত শাহেরা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ কঠিন হবে বলেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই আমাদের পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ আফগানিস্তানের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হব। সিরিজ আমরা শুরু করছি টেস্ট দিয়ে। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই আমাদের পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে

- তামিম ইকবাল

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে দলগুলো। বাংলাদেশও প্রস্তুতি নিচ্ছে। গত মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। এখন ঘরের মাঠে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এরপর এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ওয়ানডে ও টেস্ট সিরিজ। বিশ্বকাপ চার মাস পর। কিন্তু টাইগারদের এখন ভাবনায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট; যা মিরপুরে শুরু হবে ১৪ জুন। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে রশিদ খানের লেগ স্পিনে বিধ্বস্ত হয়ে টাইগাররা হেরেছিল ২২৪ রানে। ওই টেস্টের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির জন্য ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে সাকিবকে। ফলে টেস্ট খেলতে পারবেন না বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার। অবশ্য ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবেন তিনি। সাকিবকে ছাড়া খেলাটা কঠিন হবে টাইগারদের জন্য। আফগানদের বিপক্ষে সিরিজ সামনে রেখে এক সপ্তাহ ধরে অনুশীলন করছেন ক্রিকেটাররা। যদিও অফিশিয়াল অনুশীলন শুরু হয়নি। গত এক সপ্তাহ প্রচণ্ড গরমে অনুশীলনের ফিটনেস নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। আজ পূর্ণ গতিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন শুরু হবে। রশিদ, জাদরান, ফজল ফারুকিদের বিপক্ষে সাফল্য পেতে প্রস্তুতির বিকল্প দেখছেন না টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলন করছি। প্রচণ্ড গরম। এর মধ্যেই আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই।’

আফগানিস্তান এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে জিতেছে তিনটি এবং হার তিনটি। হেরেছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কাছে। জিতেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। ১৪২ ওয়ানডে খেলে জিতেছে ৭১টি এবং হেরেছে ৬৬ ম্যাচ। ১১৩ টি-২০ খেলে জিতেছে ৭২ ম্যাচ। আফগানিস্তান দারুণ ছন্দে রয়েছে। দিন দুই আগে হাম্বানটোটায় শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে। দলটির বিপক্ষে সিরিজ যথেষ্ট আকর্ষণীয় হবে বলেন টাইগার ওয়ানডে অধিনায়ক, ‘হেড কোচ আজকালের ভিতরেই এসে যাবেন। তখন স্কিল ক্যাম্প শুরু হবে। আফগানিস্তান সিরিজ নিয়ে আমি বলব এটা সব সময় ইন্টারেস্টিং সিরিজ। আফগানিস্তান মানসম্পন্ন দল। তাদের পারফরম্যান্স আপনারা দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)।’

 

 

সর্বশেষ খবর