শিরোনাম
শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

কিংবদন্তিদের আস্তানা মেজর লিগ সকার

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ফ্লোরিডাভিত্তিক দল ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন। তবে কেবল আর্জেন্টাইন এ তারকাই নন, ফুটবলের অনেক কিংবদন্তিই খেলেছেন এই লিগে।

এ তালিকায় প্রথমেই আসে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নাম। সর্বকালের অন্যতম সেরা এই তারকা ক্যারিয়ারে কখনো ইউরোপিয়ান লিগে খেলেননি। ক্যারিয়ারের অনেকটা সময়জুড়ে খেলেছেন যুক্তরাষ্ট্রে। সে সময় মেজর লিগ সকার ছিল ভিন্ন নামের (নর্থ আমেরিকান সকার লিগ)। ১৯৭৫ সালে ৩৫ বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে নিউইয়র্কের ক্লাব কসমসে নাম লেখান পেলে। তাঁর উপস্থিতি যুক্তরাষ্ট্রে ফুটবলকে (সেখানে সকার হিসেবে পরিচিত) দারুণ জনপ্রিয় করে তোলে। পেলের আগে যুক্তরাষ্ট্রে ফুটবলের তেমন একটা অস্তিত্বই ছিল না। পেলের পথ ধরে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে নাম লিখিয়েছেন অনেক বিখ্যাত ফুটবলারই। সেখানে খেলতে গেছেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও গার্ড মুলার, টোটাল ফুটবলের জনক হিসেবে পরিচিত ইয়োহান ক্রুইফ। খেলেছেন ব্রিটিশ তারকা ববি মুর, জর্জ বেস্টও। বর্তমান সময়েও অনেক বড় বড় তারকা খেলেছেন যুক্তরাষ্ট্রের লিগে। এদের মধ্যে আছেন ডেভিড বেকহ্যাম, থিয়েরি অঁরি, গ্যারেথ বেল, ডেভিড ভিয়া, দিদিয়ের দ্রগবা, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, বাস্তিয়ান শোয়েনস্টাইগার, জ্লাতান ইব্রাহিমোভিচ, ওয়েইন রুনি, কাকা প্রমুখ। ইয়োহান ক্রুইফ খেলেছেন লস অ্যাঞ্জেলেস অ্যাজটেকা ক্লাবের হয়ে। বুন্দেসলিগায় ক্যারিয়ার শেষ করে ১৯৭৯ সালেই গার্ড মুলার পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তিনি সেখানে তিন মৌসুম খেলে ৩৮ গোল করেছিলেন। তিনি খেলেছিলেন ফোর্ড লর্ডারডেল স্ট্রাইকার্সের হয়ে।

 

সর্বশেষ খবর