শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

রাতে হংকং গেল নারী ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

রাতে হংকং গেল নারী ক্রিকেট দল

নারী ইমার্জিং এশিয়া কাপ খেলতে গতকাল মধ্যরাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। লতা মণ্ডলের নেতৃত্বে নারী ইমার্জিং দল তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়েছে। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা ছাড়া শক্তিমত্তায় বাকি দুই দল অপেক্ষাকৃত দুর্বল। গ্রুপের অপর দল দুটি মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের বাকি দুই দল স্বাগতিক হংকং ও নেপাল। গতকাল ঢাকা ছাড়ার আগে দলটির অফিশিয়াল ফটোসেশন হয় বিসিবিতে। মিডিয়ার মুখোমুখিতে দলটির অধিনায়ক লতা জানান, দলের টার্গেট চ্যাম্পিয়ন নয়, ভালো খেলা। ‘চ্যাম্পিয়নশিপে আমাদের শিরোপা জয় নয়, ভালো ক্রিকেট খেলাই টার্গেট।’

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ জুন। প্রতিপক্ষ মালয়েশিয়া।

গ্রুপ নিয়ে ইমার্জিং দলের অধিনায়ক লতা বলেন, ‘গ্রুপ সহজ না কঠিন এটা আসলে বলতে পারব না। ওখানে যাওয়ার পর বুঝতে পারব। আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। মাত্র প্রিমিয়ার লিগ খেলছিলাম, এখনো চলছে। আমরা যেহেতু খেলার মধ্যে ছিলাম, ক্যাম্পেও ছিলাম, প্রস্তুতি ভালো হয়েছে।’

 

সর্বশেষ খবর