শিরোনাম
শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা
ফ্রেঞ্চ ওপেন ফাইনাল

মুখোমুখি সোয়াটেক-ক্যারোলিনা

ক্রীড়া ডেস্ক

মুখোমুখি সোয়াটেক-ক্যারোলিনা

চার বছর আগে প্রাগ ওপেনে মুখোমুখি হয়েছিলেন ইগা সোয়াটেক ও ক্যারোলিনা মুখোভা। পোলিশ মেয়ে সোয়াটেক সে সময় কেবল ১৮ বছরের তরুণী। টেনিস কোর্টে কেবল পথচলা শুরু করেছেন। ক্যারোলিনা মুখোভা তরুণী সোয়াটেককে ৪-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দেন। টেনিস কোর্টে একবারই মুখোমুখি হয়েছেন দুজন। অতীত ক্যারোলিনার পক্ষে থাকলেও বর্তমান সময় সোয়াটেকের। মেয়েদের টেনিসে তিনিই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন। বিপরীত দিকে ক্যারোলিনা আছেন ৪৩ নম্বরে। আজ ফ্রেঞ্চ ওপেনে নারী এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন ইগা সোয়াটেক ও ক্যারোলিনা মুখোভা। বৃহস্পতিবার সেমিফাইনালে দ্বিতীয় বাছাই অ্যারিনা সাবালেঙ্কাকে হারিয়েছেন ক্যারোলিনা। অন্য সেমিফাইনালে সোয়াটেক হারিয়েছেন ব্রাজিলের হাদ্দাদ মায়াকে।

ফ্রেঞ্চ ওপেনে নারী এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সোয়াটেক। গত বছর তিনি ফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গফকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০২০ সালেও ফ্রেঞ্চ ওপেন জয় করেছেন এই পোলিশ মেয়ে। সেবার ফাইনালে হারিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে। ফ্রেঞ্চ ওপেনে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অপেক্ষা করছে সোয়াটেকের সামনে। ২০০৭ সালের পর নারী এককে কেউ আর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারেনি রোঁলা গারোতে। ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হন বেলজিয়ামের জাস্টিন হেনিন।

ফ্রেঞ্চ ওপেনে ২৯ ম্যাচ খেলে কেবল দুটিতে হেরেছেন ইগা সোয়াটেক। বাকি ২৭ ম্যাচেই জয় পেয়েছেন। দুর্দান্ত ফর্মে আছেন তিনি। তবে ক্যারোলিনা মুখোভাও এবার দারুণ ফর্মে আছেন। সোয়াটেক এবারেও চ্যাম্পিয়ন হতে চান। অন্যদিকে ক্যারোলিনাও বেশ আত্মবিশ্বাসী। এরই মধ্যে ক্যারিয়ারে সোয়াটেক তিনটি গ্র্যান্ড স্লাম ট্রফিসহ জয় করেছেন ১৩টি ট্রফি। অন্যদিকে ক্যারোলিনার ঝুলিতে কেবল একটি ট্রফি। ২০১৯ সালে তিনি জয় করেন কোরিয়া ওপেন। এ ছাড়া আর কোনো ট্রফি নেই তার দখলে। আজকের লড়াইয়ে ফেবারিট হিসেবেই খেলতে নামবেন ইগা সোয়াটেক। তবে টেনিস কোর্টে কত কিছুই তো হতে পারে! ইগা সোয়াটেক তাই আজ সতর্ক থেকেই খেলতে নামছেন। প্রতিপক্ষকে শ্রদ্ধার চোখেই দেখছেন তিনি।

সর্বশেষ খবর