শিরোনাম
শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

ব্যাক পেইন বেড়েছে তামিমের

ক্রীড়া প্রতিবেদক

ব্যাক পেইন বেড়েছে তামিমের

বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান, ‘রিস্ট স্পিনার’ নুর মোহাম্মদকে ছাড়াই একমাত্র টেস্ট খেলতে আজ ঢাকায় আসছে আফগানিস্তান। টেস্টটির জন্য প্রস্তুত বাংলাদেশ। প্রচণ্ড গরমে জোর অনুশীলন করছে লিটন দাসের নেতৃত্বে টাইগাররা। ক্রিকেটাররা যখন প্রস্তুতি নিচ্ছেন ১৪-১৮ জুন একমাত্র টেস্ট খেলার, তখন নিজের ফিটনেস বাড়াতে রানিং ও জিম করছেন সাকিব আল হাসান। আঙুলের ইনুজরির জন্য এ টেস্ট খেলছেন না সাকিব। অথচ তিনি টেস্ট ও টি-২০ অধিনায়ক। অবশ্য সুস্থ হয়ে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবেন তিনি। টেস্ট যখন ঘনিয়ে আসছে, তখন শঙ্কা বাড়ছে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে। ব্যাক পেইনের পুরোনো ব্যথা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে তামিমের। এ ব্যথার জন্য অনুশীলন করতে পারছেন না টাইগার ওয়ানডে অধিনায়ক। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের ব্যথা এখনো রয়েছে এবং চিকিৎসা চলছে। ‘তামিমের একটা ব্যাক পেইন আছে। এটা আগের, নতুন কিছু নয়।

মাঝে মাঝে ব্যথা করে, আবার ঠিক হয়। তামিমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনো ব্যথা আছে তার।’ ব্যথা থাকায় তামিমকে নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। যদিও সময় আছে আরও চার দিন। তাই অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট জানান বিসিবি চিকিৎসক, ‘এখনো চার-পাঁচ দিন সময় আছে। চিকিৎসা চলছে। এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি। সমস্যা হচ্ছে, আমরা দেখছি। মেডিকেল টিম কাজ করছে। দেখা যাক কী হয়।’ সাকিবের পরিবর্তিত অধিনায়ক লিটন ভুগছেন জ্বরে। তবে না খেলার মতো অবস্থায় নেই লিটন। গতকাল অনুশীলন হয়নি বৃষ্টির জন্য। আজ টেস্ট দল টিম হোটেলে উঠবেন। শনিবার থেকে টেস্ট দল পুরোদমে অনুশীলন করবে। টেস্ট খেলেই আফগানিস্তান চলে যাবে ভারত।

সর্বশেষ খবর