রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

চার বছর পর টেস্ট খেলতে আফগানিস্তান এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

চার বছর পর টেস্ট খেলতে আফগানিস্তান এখন ঢাকায়

চার বছরের ব্যবধানে টেস্ট খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছে দেশটি। ২০১৯ সালে চট্টগ্রামের ওই টেস্টে বাংলাদেশ হেরেছিল পাহাড়সমান ২২৪ রানের ব্যবধানে। টাইগারদের একাই হারিয়েছিলেন বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করেছিলেন দারুণ। দুই ইনিংসে ১১ উইকেটের পাশাপাশি ৫৫ রান করেছিলেন রশিদ। বিশ্বসেরা লেগ স্পিনারকে বিশ্রাম দিয়ে গতকাল দুই ধাপে ঢাকায় এসেছে হাশমতউল্লাহ শাহিদীর নেতৃত্বে আফগানিস্তান। প্রথম ভাগে আফগান ক্রিকেটাররা এসেছেন সকাল ৯টায়। দ্বিতীয় ভাগে এসেছেন দুপুর সাড়ে ১২টায়। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। প্রথম ধাপে ঈদের আগে খেলবে টেস্ট। টেস্ট খেলে উড়ে যাবে ভারত। এরপর দ্বিতীয় ধাপে খেলবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২ ম্যাচের টি-২০ সিরিজ।    

ঢাকায় আসার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল হাশমত বাহিনী। পরের দুটি স্বাগতিক শ্রীলঙ্কা জিতেছে যথাক্রমে ১৩২ রানে ও ৯ উইকেটে। বাংলাদেশ সিরিজ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। চার বছর পর নবাগত টেস্ট খেলুড়ে দেশটি দ্বিতীয়বার মুখোমুখি হবে বাংলাদেশের। ১৪-১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ। দ্বিতীয় ধাপে খেলবে ওয়ানডে ও টি-২০ সিরিজ। ৫, ৮ ও ১১ জুলাই ওয়ানডে তিনটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ জুলাই। গতকাল ঢাকায় পৌঁছে পুরোপুরি বিশ্রামে রয়েছে। আজ সূচিতে বিশ্রাম। তবে দলটি অনুশীলন করতে পারে একাডেমি মাঠে। শুক্রবার টেস্ট শুরুর আগে চার দিন পুরোপুরি অনুশীলন করবেন হাশমতউল্লাহ, ইব্রাহিম জাদরানরা। দলটির ১৫ সদস্যের স্কোয়াডের সঙ্গে রয়েছেন আরও চারজন রিজার্ভ ক্রিকেটার। 

 

সর্বশেষ খবর