সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

টেস্টে তামিমের খেলা অনিশ্চিত!

ক্রীড়া প্রতিবেদক

টেস্টে তামিমের খেলা অনিশ্চিত!

ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ বেশ ভালোভাবে খেলেছেন তামিম ইকবাল। পিঠের পুরনো ব্যথা সমস্যা হয়ে দাঁড়ায়নি। তাই ওয়ানডে সিরিজ খেলতে কোনো সমস্যা হয়নি টাইগার ওয়ানডে অধিনায়কের। দেশে ফিরে বিশ্রামের ফাঁকে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিতে। হঠাৎ পিঠের পুরনো ব্যথা মাথাচাড়া দিলে শুরুতে অনুশীলনে যোগ দিতে পারেননি তামিম। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ ১৪-১৮ জুন। হাশমতউল্লাহ শাহিদীর আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাক ও লাল বলের লড়াইয়ে নামার আগে পিঠের পুরনো ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠে। এ ব্যথা নিয়ে গতকাল প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেন তিনি। কিন্তু সাবলীল ছিলেন না। ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় পিঠের ব্যথায় কাতরাতে দেখা গেছে তামিমকে। এর ফলে টেস্ট ম্যাচে খেলা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে টাইগার ওয়ানডে অধিনায়কের।  দিনের শুরুতে ফিল্ডিংয়ে ব্যথাটা নাড়া দিয়ে ওঠে। ফিল্ডিং কোচ শ্যন ম্যাককডারমটের ছোড়া একটি বল দৌড়ে ধরতে গিয়ে পিঠের ব্যথায় থমকে দাঁড়ান। পিঠে হাত দিয়ে চোখ বুঝে ব্যথাটা সহ্য করার চেষ্টা করেন। তারপরও দূর থেকে বুঝা যাচ্ছিল ব্যথায় কাতরাচ্ছেন তিনি। তার এই অবস্থা দেখে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও মোজাদ্দেদ আল সাফি দৌড়ে তাকে ফিল্ডিং থেকে সরে দাঁড়াতে বলেন। তারপরও গায়ের জোরে ব্যাটিং করেন ইন্ডোর স্টেডিয়ামে। তবে তাসকিন, খালেদদের শর্ট বলগুলো খেলতে পারছিলেন না। বারবার মিস করছিলেন। স্বাভাবিকভাবে ব্যাটিং ও ফিল্ডিং করতে পারেননি। সব মিলিয়ে মিনিট ২০ ব্যাটিং ও ফিল্ডিং করে মাঠের বাইরে চলে আসেন।

সর্বশেষ খবর