সোমবার, ১২ জুন, ২০২৩ ০০:০০ টা

কিংসের আসিফই বাংলাদেশের প্রথম প্রো লাইসেন্স পেলেন

ক্রীড়া প্রতিবেদক

কিংসের আসিফই বাংলাদেশের প্রথম প্রো লাইসেন্স পেলেন

ফুটবলে যা কিছু প্রথম তা বসুন্ধরা কিংসই। পেশাদার লিগের অভিষেক আসরে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন কিংসই। সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখে ঘরোয়া ফুটবলে ৭৫ বছরের ইতিহাসে তারাই টানা চারবার চ্যাম্পিয়ন। পাঁচ বছরে আট ট্রফি জয়- এটাও আরেক ইতিহাস। শুধু দলীয় সাফল্য নয়, এবার কিংস থেকে এসেছে ব্যক্তিগত অর্জনও। দেশের প্রথম কোচ হিসেবে এএফসি প্রো অর্থাৎ প্রফেশনাল লাইসেন্স পেলেন বসুন্ধরা কিংসের ডেপুটি কোচ এস এম আসিফুজ্জামান। দেশের ফুটবলে তিনি আসিফ নামেই পরিচিত। যে কোনো দেশের কোচের স্বপ্ন থাকে পেশাদারিত্বের স্বীকৃতি পাওয়াটা। কিংসের আসিফের সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাংলাদেশে অনেক কোচই আছেন। প্রথম এ কৃতিত্ব অর্জন করলেন আসিফই। তাঁর এ অর্জন অন্য কোচদেরও অনুপ্রেরণা জোগাবে। এএফসি প্রো লাইসেন্স পেয়ে উচ্ছ্বসিত আসিফ। তিনি বলেন, ‘সত্যিই আমি আনন্দিত। প্রায় তিন বছর ধরে এই কোচিং কোর্স করেছিলাম। যোগ্য প্রমাণ হওয়ায় এএফসির নির্দেশনায় বাফুফে এই স্বীকৃতি দিয়েছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ভাইয়ের কাছে। তিনি বাংলাদেশের সেরা দলে কাজ করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞ বাফুফে ও টেকনিক্যাল ডিরেক্টর পলস্মলির কাছে। মূলত তাঁরই উদ্যোগে দক্ষিণ এশিয়ায় এই প্রথম প্রো লাইসেন্সের কোর্স হয়।’ বসুন্ধরা কিংসও এমন বিরল সাফল্যে আসিফকে অভিনন্দন জানিয়েছে। পেশাদার লিগে আসার পর অস্কার ব্রুজোনের প্রশিক্ষণে কিংস সবকটি শিরোপা জিতলেও আসিফের প্রশিক্ষণে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয় কিংস। এর পরের ইতিহাস তো সবারই জানা। বাংলাদেশ পুলিশও পেশাদার লিগে উঠে তাঁরই প্রশিক্ষণে। বর্তমানে তিনি বসুন্ধরা কিংসেই আছেন।

সর্বশেষ খবর