বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

টেস্ট খেলছেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট খেলছেন না তামিম

ইতিহাসের সোনালি পাতায় নাম লেখানোর অপেক্ষায় লিটন দাস। আজ সকালে আফগানিস্তানের বিপক্ষে টস করলেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টেস্ট অধিনায়কের তালিকায় চিরস্থায়ী হবেন ডান হাতি ড্যাসিং ক্রিকেটার। যদি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান সুস্থ থাকতেন, তাহলে হয়তো একজন সাধারণ সদস্য হয়েই খেলতেন লিটন। টি-২০ ও ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ লিটন টস করতে নামবেন ১২ নম্বর টেস্ট অধিনায়ক হিসেবে। লিটন ইতিহাস লেখার অপেক্ষায়। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পেরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারছেন না তামিম ইকবাল। টাইগার ওয়ানডে অধিনায়ক পুরনো পিঠের ব্যথায় ভুগছেন। ব্যথা নিয়ে তিনি গত দুই দিন ব্যাটিং ও ফিল্ডিং করেছেন। কিন্তু স্বচ্ছন্দ্যে ব্যাটিং ও ফিল্ডিং করতে পারেননি। আজ টেস্ট খেলবেন কি না, আশঙ্কা নিয়ে গতকাল তিনি দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে প্রায় আধাঘণ্টা ব্যাটিং করেন। ফ্রন্ট ফুটে সাবলীল থাকলেও ব্যাকফুটে জড়তা ছিল। তামিমের খেলা প্রসঙ্গে টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে বলেন, ‘তামিম অনুশীলন করেছে। এক দিন আগেও অনুশীলন করেছে। তখন ব্যাটিং ও ফিল্ডিংয়ে স্বাচ্ছন্দ্য ছিল না। আজ (গতকাল) আজ আবার অনুশীলন করেছে। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ যদিও কোচ স্পষ্ট করে জানাননি, আজ খেলবেন কি না তামিম। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে সাজঘরে বসে থাকতে হচ্ছে তাকে। ফলে নতুন বলে ওপেন করবেন মাহামুদুল হাসান জয় ও জাকির হাসানকে। বাঁ-হাতি ওপেনার তামিমের ইনজুরির জন্য গতকাল মাহামুদুল ও জাকিরকে নিয়ে ব্যাটিং কোচ দীর্ঘ সময় অনুশীলন করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর