বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

কম্বোডিয়ার মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কম্বোডিয়ার মুখোমুখি বাংলাদেশ

সংবাদ সম্মেলনে বাংলাদেশের জামাল ভূইয়া ও কম্বোডিয়ার সুকুমফিক - বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে দিন কয়েক পরই। দক্ষিণ এশিয়ার সেরা এ ফুটবল টুর্নামেন্টে ভালো ফল করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কম্বোডিয়ায় গিয়ে এরই মধ্যে স্থানীয় এক দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছেন জামাল ভূইয়ারা। টিফি আর্মির বিপক্ষে সেই ম্যাচে ১-০ গোলে জয়ও পেয়েছেন। আজ ফিফা টায়ার-১ ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হচ্ছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

সাফের প্রস্তুতি হিসেবে গত মার্চে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। এক ম্যাচ জিতলেও অন্য ম্যাচে হেরেছেন জামাল ভূইয়ারা। এবার কম্বোডিয়ার বিপক্ষে খেলে চূড়ান্ত প্রস্তুতি নেবে বাংলাদেশ। অতীতে কম্বোডিয়ার বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছেন লাল-সবুজের জার্সিধারীরা। এর মধ্যে চারটিতেই জয় পেয়েছেন। একটিতে ড্র করেছেন। কম্বোডিয়ার জালে ৬ গোল করার বিপরীতে বাংলাদেশ ২টি হজম করেছে। বাংলাদেশের মতোই সাফের প্রস্তুতি নিচ্ছে অন্য দলগুলো।

২১ জুন থেকে বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেবে লেবানন, কুয়েত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও পাকিস্তান। ভারত ও লেবানন ভারতের ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপে অংশ নিয়ে প্রস্তুতি সম্পন্ন করছে। এ কাপে আরও খেলছে ভানুয়াতু ও মঙ্গোলিয়া। ভারত এরই মধ্যে ভানুয়াতু (২-০) ও মঙ্গোলিয়াকে (১-০) হারিয়েছে। লেবানন ভানুয়াতুকে ৩-১ গোলে হারালেও মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে।

প্রতিপক্ষ বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশও পিছিয়ে নেই। এবারের সাফে ভালো খেলতে চান জামাল ভূইয়ারা। সেই লক্ষ্যে আজকের ম্যাচটাকে বেশ গুরুত্ব দিচ্ছেন তারা। কম্বোডিয়ার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় বাংলাদেশ। জয়ের ধারায় থেকেই সাফের লড়াইয়ে দলকে নামাতে চান কোচ কাবরেরা। বাংলাদেশের এ লক্ষ্যপূরণ হবে তো?

সর্বশেষ খবর