বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক লিটন

ক্রীড়া প্রতিবেদক

ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক লিটন

আট বছর আগে ২০১৫ সালে ফতুল্লায় অভিষেক। ভারতের বিপক্ষে অভিষেক ইনিংসে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ৪৫ বলে ৮ চার ও এক ছক্কায় ৪৪ রানের নান্দনিক এক ইনিংস খেলেছিলেন লিটন দাস। অনেকেই তখন তার উজ্জ্বল ক্যারিয়ার দেখেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে গতকাল টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় ডান হাতি ড্যাসিং ক্রিকেটারের। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে গতকাল লিটন ১২তম অধিনায়ক হিসেবে ব্যাগি গ্রিন ও ব্লেজার পরে টস করেন। যদিও তিনি জিততে পারেননি টস। আসলে দিনটি তার ব্যক্তিগত ছিল না। সকালে টস হেরে যান। এরপর ব্যাট হাতেও সাফল্য পাননি। সাজঘরে ফেরেন দুই অঙ্কের রান করার আগেই। ১৫ বলে এক ছক্কায় ৯ রান করেন। অধিনায়ক লিটনের আউটটি ছিল দৃষ্টিকটু! ৫৮ নম্বর ওভারের শেষ বলে রিস্ট স্পিনার জহির খানের বলটিকে খেলবেন, খেলবেন না-মানসিকতায় ফরোয়ার্ড খেলেন। মিস করেন বলের লাইন। বল ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে দাঁড়ানো ইব্রাহিম জাদরানের সহজ ক্যাচে পরিণত হন। অভিষেক ম্যাচে লিটন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। টাইগার টেস্ট অধিনায়ক উইকেটে ছিলেন ৫২.১ ওভার থেকে ৫৭.৬ ওভার পর্যন্ত।

সর্বশেষ খবর