বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

প্রথম বলেই উইকেট নিয়ে ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক

প্রথম বলেই উইকেট নিয়ে ইতিহাস

অভিষেক টেস্টেই ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়েছেন নিজাত মাসুদ। টেস্ট অভিষেকের প্রথম বলেই উইকেট নিয়েছেন। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এ বিরল রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী ফাস্ট বোলার। তার বল ঠিকমতো খেলতে পারেননি জাকির হাসান। ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক আফসার ঝাঝাইয়ের গ্লাভসবন্দি হয়। নিজাত আউটের আবেদন করেন। কিন্তু আম্পায়ার আবেদনে পাত্তা না দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন। নাছোড়বান্দা নিজাত। আবেদন করতেই থাকেন। উইকেটরক্ষকও পিছিয়ে ছিলেন না। তিনিও আবেদন করতে থাকেন। অবশেষে আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি রিভিউ নেন। রিভিউ এনে দেয় আফগানদের উল্লাস। ইতিহাসের সোনালি পাতায় চিরস্থায়ী হন নিজাত মাসুদ। টেস্ট অভিষেকের প্রথম বলেই উইকেট, ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের ২২তম ঘটনা। আফগানিস্তানের প্রথম। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ঘটনা। ২০০২ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মোহাম্মদ আশরাফুলকে নিজের অভিষেক টেস্টে প্রথম বলেই বোল্ড করেছিলেন চামিলা গামাগে। ইতিহাস লিখলেও গামাগের ক্যারিয়ার ছিল মাত্র দুই টেস্টের। ক্যারিয়ারের প্রথম বলে যারা উইকেট নিয়েছেন, তাদের বেশির ভাগের ক্যারিয়ারই খুব সমৃদ্ধ হয়নি। এর মধ্যে ব্যতিক্রম অস্ট্রেলিয়ার নাথান লিওন। ২০১১ সালে গল টেস্টে কুমার সাঙ্গাকারার উইকেট নিয়ে তার ক্যারিয়ার শুরু। এখন তিনি ইতিহাসের অন্যতম সফল স্পিনার। ১২০ টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮৭।

সর্বশেষ খবর