শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

মেহেদী মিরাজের ১৫০ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

মেহেদী মিরাজের ১৫০ উইকেট

মেহেদী হাসান মিরাজের জাতীয় দলে অভিষেক হয়েছিল একজন অফ স্পিনার হিসেবে। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই বাজিমাত করেছিলেন। সেই থেকে বল হাতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে চলেছেন মেহেদী মিরাজ। শুরুতে ছিলেন শুধুই বোলার। এখন দলের গুরুত্বপূর্ণ ব্যাটারও হয়ে উঠেছেন। এখন দলের অন্যতম সেরা অলরাউন্ডার। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নতুন একটি রেকর্ড গড়েছেন। বল হাতে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর তৃতীয় বোলার হিসেবে ১৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান মেহেদী মিরাজ। এ জন্য তাকে খেলতে হয়েছে ৩৯ টেস্ট। এখনো টেস্টে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস বাকি আছে। উইকেট কোথায় থামবে, সময়ই বলবে। তবে সবচেয়ে বেশি উইকেট বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানের। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি খেলছেন না সাকিব। ৬৬ টেস্টে তার উইকেট সংখ্যা ২৩৩টি। সেরা বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৭ উইকেট। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও খেলছেন চলমান টেস্টে। ৪২ টেস্টে তাইজুলের উইকেট ১৭৭টি। আফগানিস্তানের বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসে তাইজুল নিয়েছেন ২ উইকেট। প্রথম টাইগার বোলার হিসেবে সাদা পোশাক ও লাল বলে ১০০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখিয়েছিলেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক।

সর্বশেষ খবর