শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংসই বাংলাদেশের প্রথম

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসই বাংলাদেশের প্রথম

আর্থিক সচ্ছলতা, নিজস্ব মাঠ, ক্লাব ভবন, উন্নত সুযোগ-সুবিধা, মানসম্মত কোচ এসব শর্ত পূরণ করায় এএফসি আগেই বসুন্ধরা কিংস টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়া নিশ্চিত। সবকিছু নিশ্চিত থাকার পরও লাইসেন্স পাচ্ছিল না। তাও পেয়ে গেল কিংস। আসছে আগস্টে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এশিয়ান ক্লাব ফুটবলের মর্যাদাকর আসরে অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের। গেল মৌসুমে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ঢাকা আবাহনী এএফসি কাপে লাইসেন্স পেয়েছে। প্লে-অফ ম্যাচ খেলবে তারা। কিংস চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পেরিয়ে যদি গ্রুপ পর্বে চলে যায় তাহলে এএফসি কাপের আর একটি স্লট বেড়ে যাবে। চ্যাম্পিয়ন্স লিগের লাইসেন্স পাওয়াটা ছিল শুধু আনুষ্ঠানিকতা। গত মে মাসেই বসুন্ধরা কিংস এএফসির সবুজ সংকেত পেয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগ খেলার। তাই তারা আসর ঘিরে নানা পরিকল্পনাও শুরু করে। প্রথমবার খেলতে নেমে ভালো কিছু করার টার্গেট কিংসের। কোচ অস্কার ব্রুজোন এ নিয়ে কাজ শুরুও করে দিয়েছেন।

সর্বশেষ খবর