শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

হকির নির্বাচন ঘিরে জটিলতা!

ক্রীড়া প্রতিবেদক

সাজেদ এ এ আদেল দেশের হকির চেনামুখ। বর্তমানে ফেডারেশনের চার সহ-সভাপতির একজন। সেক্ষেত্রে তিনি হকিতে যে কোনো পদে নির্বাচন করতেই পারেন। অথচ তিনি এবার কাউন্সিলরই হতে পারেননি। দেশের হকি সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তাদের কারও অজানা নয় যে, সাজেদ ঢাকা ইউনাইটেড ক্লাব ও কম্বাইন্ড স্পোর্টিংয়ে সভাপতি। তারই পৃষ্ঠপোষকতায় দুটি ক্লাব পরিচালিত হচ্ছে। এবার হকির নির্বাচনে সাজেদ ঢাকা ইউনাইটেডের কাউন্সিলর ও কম্বাইন্ডের কাউন্সিলর হিসেবে জহিরুল ইসলাম মিতুল নাম পাঠান ফেডারেশনে। কিন্তু তাদের বদলে ফেডারেশন অন্য দুজনের নাম দুই ক্লাবে কাউন্সিলর হিসেবে চূড়ান্ত করে। সাজেদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে চিঠি পাঠিয়ে লিখেছেন তাকে ষড়যন্ত্র করে কাউন্সিলরশিপ দেওয়া হয়নি। শুধু তাই নয় তিনি নাকি এ নিয়ে মামলাও করেছেন। কোর্ট রায় দিয়েছে তাদের বিষয়টি পুনরায় তদন্ত করতে। এখন যদি সাজেদ ও মিতুল কাউন্সিলর হন তাহলে তো তারা প্রার্থী হওয়ারও অধিকার রাখেন। তখন কি নির্বাচনের তফসিল নতুন করে নির্ধারণ হবে?

সর্বশেষ খবর