শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

এশিয়া কাপের যৌথ আয়োজক পাকিস্তান-শ্রীলঙ্কা

♦ ৩১ আগস্ট শুরু, ফাইনাল ১৭ সেপ্টেম্বর ♦ ৪ ম্যাচ পাকিস্তানে, ৯ ম্যাচ শ্রীলঙ্কায়

ক্রীড়া ডেস্ক

নিয়ম অনুযায়ী এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত কোনোভাবেই প্রতিবেশী রাষ্ট্রে ক্রিকেট খেলতে রাজি নয়। আবার পাকিস্তানও আয়োজক থেকে সরে দাঁড়াতে রাজি নয়। এমন জটিল পরিস্থিতিতে এশিয়া কাপ ভেস্তে যেতে বসেছিল। এমন পরিস্থিতি থেকে বাঁচতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অদ্ভুত এক প্রস্তাব দেয় ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপ আয়োজনের। পাকিস্তানের প্রস্তাবে সম্মত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়ান ক্রিকেটের অভিভাবক এসিসি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওয়ানডে সংস্করণের এবারের এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট এবং ফাইনাল ১৭ সেপ্টেম্বর। ৬ দলের আসরের অফিশিয়াল আয়োজক পাকিস্তান। তারপরও টুর্নামেন্টের মাত্র ৪টি ম্যাচ হবে পাকিস্তানে এবং বাকি ৯ ম্যাচে শ্রীলঙ্কায়। নিরাপত্তার কারণে পাকিস্তানের মাঠে হওয়া সবগুলো ম্যাচই হবে লাহোরে। এশিয়া কাপের প্রথম পর্বে খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এবং নেপাল। দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে লিগ পর্বে অংশ নেবে। সেখান থেকে গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোর খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। এশিয়া কাপের গত দুটি আসর অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান এবারও নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমিরাতের নাম প্রস্তাব করেছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট শ্রীলঙ্কা (সিএ) পাকিস্তানের প্রস্তাবে সম্মত হয়নি। এরপর হাইব্রিড মডেলে দ্বিতীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নেয় এসিসি। চলতি মাসে ভারতীয় মিডিয়া জানিয়েছিল, লাহোরে অনুষ্ঠিত হবে পাকিস্তান-নেপাল, বাংলাদেশ-আফগানিস্তান, আফগানিস্তান-শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সর্বশেষ খবর